সিনেমা

ভানু বন্দ্যোপাধ্যায়ের ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে “যমালয়ে জীবন্ত ভানু” নিয়ে হাজির হচ্ছেন শাশ্বত চট্টোপাধ্যায়, একদম যেন হুবহু ভানু দাঁড়িয়ে আছেন সকলের সামনে!

গত ২৬ শে আগস্ট ছিল জনপ্রিয় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের ১০১ তম জন্মবার্ষিকী। হ্যাঁ বহু বছর হয়ে গেল অভিনয় জগতে হাস্যকৌতুকের একটা বড় আসন রিক্ত হয়ে পড়ে আছে। হয়তো “যমালয়ে জীবন্ত ভানু”… কিন্তু এবার দর্শকের চোখের সামনে ভানুরূপে ধরা দেবেন আজকের জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। পর্দায় মহানায়ক রুপে সাফল্য না পেলেও ভানু রূপে তাঁকে একেবারে হুবহু একরকম দেখতে লাগছে। ভালোমতো খুব দেখার চেষ্টা না করে দেখলে শাশ্বতকে দেখে কেউ বুঝতেই পারবেন না যে তিনিই শাশ্বত।

মোটকথা “বুড়িমা চিত্রম” এর প্রযোজনায় এবং পরিচালক সায়ন্তন ঘোষালের পরিচালনায় আসতে চলেছে “যমালয়ে জীবন্ত ভানু”। এই সিনেমায় ভানুর চরিত্রে অভিনয় করবেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। অভিনেতার এই লুকের নেপথ্যে রয়েছেন সোমনাথ কুন্ডু। আপাতত চলেছে লুক টেস্টিং পর্ব। আগামী বছরের মধ্যেই পর্দায় চলে আসবে সিনেমা।

এর আগেও বহুবার বহু অভিনেতার জীবন কাহিনী নিয়ে তৈরি হয়েছে বায়োপিক। কিন্তু এবার হঠাৎ কেন এই ছবি তৈরির কথা ভাবলেন পরিচালক? এক বিখ্যাত সংবাদমাধ্যমের তরফে পরিচালক সায়ন্তন কি প্রশ্ন করা হলে পরিচালক বলেন, “অভিনেতার ১০১তম জন্মবর্ষে আমাদের তরফ থেকে এক ছোট শ্রদ্ধার্ঘ্য। তবে নামের সঙ্গে মিল ছাড়া আর তেমন কিছু মিল নেই। মজার মোড়কে তৈরি হবে এই ছবি।”

তারপর অভিনেতা কে জিজ্ঞাসা করা হয় এর আগে দর্শক উত্তম কুমার চরিত্রে ঠিক পছন্দ করেননি শাশ্বত কে। তবে এবার ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে শাশ্বতকে কেন বেছে নিলেন তিনি? এ বিষয়ে পরিচালক বলেন, ‘‘আগে স্বস্তিক সংকেত ছবিতে অপুদার সঙ্গে কাজ করেছি। মনে হয়েছিল ভানু বন্দ্যোপাধ্যায়ের চেহারার গড়নের সঙ্গে কিছুটা মিল আছে। সোমনাথদাও দারুণ ফুটিয়ে তুলেছেন।’’

যদিও জানা গিয়েছে সিনেমার চিত্রনাট্য লেখা এখনো সম্পূর্ণ হয়নি। আগামী বছরের মধ্যে শুটিং শুরু হলেও এখনো বেশ কিছু অভিনেতা-অভিনেত্রীদের ক্যাস্টিং করা বাকি আছে। শাশ্বত ছাড়াও থাকবে না আরো অনেকেই কিন্তু সেই কাজও এখনো সম্পূর্ণ হয়নি। তবে জানা গিয়েছে সবকিছু ঠিকঠাক মত এগোলে পরের বছরের গোড়ার দিকেই শুটিং শুরু হবে এই সিনেমার।

Related Articles

Back to top button