ক্যাটরিনার পর এইবার শেহনাজ! বিগবসে দেখে পছন্দ হওয়ায় হাত ধরে শেহনাজকে বলিউডে ডেবিউ করাবেন সল্লু ভাই

অনেক বিখ্যাত অভিনেত্রীই বলিউড সিনেমায় পা দিয়েছেন সলমন খানের হাত ধরে। ক্যাটরিনা কাইফ, জরিন খান, সোনাক্ষী সিনহার মত বিখ্যাত অভিনেত্রীরা সল্লু ভাইয়ের হাত ধরেই পা রেখেছেন বলিউডে। এইবার সলমনের হাত ধরে বলিউড সিনেমায় আসবেন মডেল ও অভিনেত্রী শেহনাজ গিল। বিগবসে প্রতিযোগী হিসেবে উপস্থিত হয়ে তিনি জনপ্রিয়তা লাভ করেছিলেন। এখানে শেহনাজের হাসি, কান্না, দুষ্টুমি ও পাগলামো সকলের নজর কেড়েছিলো। এরপর প্রয়াত অভিনেতা সিদ্ধর্থ শুক্লার সাথে প্রেমের সম্পর্কে নাম জড়িয়ে বারংবার খবরের কাগজের শিরোনাম হয়েছেন শেহনাজ। তাদের জুটি এতটাই জনপ্রিয়তা লাভ করেছিল যে সবাই ‘SidNaz ’ বলতেন।
আরও পড়ুন: পূর্ব বর্ধমানের মেয়ে সায়নী ভয়ঙ্কর সব বাধা পেরিয়ে বিশ্বের কাছে ভারতের মুখ উজ্জ্বল করলো
২০১৯ এর ‘বিগবস ১৩’তে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী শেহনাজ আর এই শো তে তিনি ২য় রানার আপ হিসেবেও ঘোষিত হন। সিদ্ধার্থ শুক্লার প্রেমিকা হিসেবে পরিচিতি পাওয়া শেহনাজকে প্রথম থেকেই বেশ পছন্দ করেন বলিউডের ভাইজান। বিগ বসের ইতিহাসে শেহনাজকে ব্যতিক্রমী ও অসাধারণ প্রতিযোগী হিসেবে ঘোষণা করেছিলেন সল্লু ভাই।
এমনকি কানাঘুষো শোনা যায় যে সিদ্ধার্থের মৃত্যুর পরেও শাহনাজের পাশে গিয়ে দাঁড়িয়ে ছিলেন সল্লু ভাই। এইবার শেহনাজকে সলমন বলিউডে আনতে চলেছেন। বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে সলমন শেহনাজের গল্প। একটি বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সলমন নাকি স্পষ্ট শেহনাজকে বলেছেন তুমি সিনেমায় অভিনয়ের জন্য যত খুশি টাকা পারিশ্রমিক হিসেবে নিতে পারো। এমনকি শুটিংয়ের দিনক্ষণ তুমি ঠিক করবে।
শোনা যাচ্ছে সলমনের ‘কভি ইদ কভি দিওয়ালি’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে পা রাখবেন শেহনাজ, তবে তিনি এই ছবিটি একমাত্র নায়িকা হবেন কিনা তা নিয়ে এখনও অবধি কোনো সঠিক খবর পাওয়া যায়নি। শেহনাজকে বিগবসের ইতিহাসে ব্যতিক্রমী ও অসাধারণ প্রতিযোগী হিসেবে ঘোষণা করেছিলেন সল্লু ভাই।
আরও পড়ুন: ভালো নেই চারুলতা! আচমকাই অসুস্থ হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়
এখন সলমনের হাতেও বেশ কয়েকটা ছবি রয়েছে যেমন টাইগার থ্রি, বজরাঙ্গি ভাইজান এর সিক্যুয়েল, নো এন্ট্রি’র সিক্যুয়াল। এছাড়া শেহনাজকে নিয়ে ছবি তৈরি করার ঘোষণা করেছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৫ সালে ‘শিব দি কিতাব’ ও ‘মাঝে দি জাট্টি’ গানে মডেল হিসেবে কাজ করার মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু হয়েছিল শেহনাজের। এরপর শেহনাজ কালা শাহ কালা ও ডাকা চলচ্চিত্রে অভিনয় করার মধ্য দিয়ে রুপোলি পর্দার জগতে পা রাখেন। এছাড়া কালার্সের জনপ্রিয় শো বিগ বস ১৩ তে আসার আগে ‘ভেহেম’ গানটি গেয়ে গায়িকা হিসেবেও পরিচিতি লাভ করেছেন এই অভিনেত্রী শেহনাজ।