সিনেমা

“কেউ এলেই জিজ্ঞেস করি সত্যজিতের ছবি দেখেছেন কিনা” – ফিল্ম ফেস্টিভালে সত্যজিৎ রায়ের সাথে নিজের একাত্মতা বোধ নিয়ে কথা বললেন পরিচালক সুজিত সরকার

২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে এই বছর। এবারের ফিল্ম ফেস্টিভ্যালের মূল যাঁকে কেন্দ্র করে উদযাপন করা হচ্ছে তিনি হলেন কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ এবারের ফিল্ম ফেস্টিভ্যালে উদযাপন করা হচ্ছে। এই নিয়েই বক্তব্য রাখেন, হিন্দি ছবির বিখ্যাত পরিচালক তথা প্রযোজক সুজিত সরকার। সেই শৈশব থেকে তিনি ঠিক কিভাবে সত্যজিৎ রায়ের সাথে আত্মিক ভাবে নিজের সংযোগ স্থাপন করে জড়িয়ে রয়েছেন সেই বিষয়ে তুলে ধরেন বক্তৃতার মাধ্যমে। পরিচালক প্রতি মুহূর্তে কিভাবে সত্যজিৎ যাপন করেন সেই অসাধারন সব মুহূর্ত গুলিকে সবার সামনে তুলে ধরেন তিনি।

আরও পড়ুন: সঞ্চালিকার পোশাক দেখে মন্তব্য করেছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়, পরে নিজেই কাঁধ খোলা জামা পরে কটাক্ষের শিকার হন

পরিচালক সুজিত সরকারের কথা অনুযায়ী, পথের পাঁচালির মাধ্যমে প্রথম তাঁর এই কালজয়ী পরিচালক সত্যজিৎ রায়ের সাথে সাক্ষাৎ ঘটে। ছবির প্রথম শো দেখতে তিনি তাঁর বাবার হাত ধরেই গিয়েছিলেন , অনেক ছোট হওয়ার কারণে ছবি দেখতে গিয়ে তিনি সেইসময় আবার ঘুমিয়েও পড়েছিলেন। কিন্তু তারপর যখন থেকে তিনি বড়ো হতে শুরু করলেন সত্যজিৎ রায় হয়ে উঠলেন তাঁর জীবনের ধ্যান জ্ঞান , পাথেয়। যাঁকে অনুসরণ করেই তিনি সামনে এগিয়েছেন। সুজিত সরকার জানিয়েছেন, তিনি তাঁর অফিসে সত্যজিৎ রায়ের ছবি টাঙিয়ে রেখেছেন, কাজের ক্ষেত্রে কেউ এলেই তিনি প্রথম প্রশ্ন করেন , সত্যজিৎ রায়ের ছবি দেখেছেন নাকি সেই উত্তর না হলে তিনি সেই ব্যক্তির সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন না।

তিনি সত্যজিৎ রায়ের মাঝে যে রহস্যময় চরিত্র লুকিয়ে ছিল তার উদঘাটন করতে চেয়েছিলেন। তিনি বরাবর স্বীকার করেছেন পরিচালকের অন্তরালের মানুষটা তাঁকে আকর্ষণ করতো। তিনি আরো জানিয়েছেন, সত্যজিৎ রায় নিজেই তাঁর ছবির কাস্টিং ডিরেক্টর ছিলেন কারণ তাঁর মতো করে চরিত্র গুলোকে অন্য কেউ এত বিচক্ষণতার সাথে দেখতে পারতেন না।

আরও পড়ুন: ফের সম্পর্ক ভাঙার আভাস টলিপাড়ার বাতাসে! অভিনেত্রী সোহিনী সোশ্যাল মিডিয়ায় নিজেকে সিঙ্গেল বলে দাবি করলেন!

তাঁর ছবি দেখে যদি এখনও কেউ জানান যে খুব ধীর গতির তিনি খুশি হন কারণ পরিচালক সত্যজিৎ রায়ের ছবির গতি ছিল ধীর। গুলাবো সিতাবো ছবির শুট করতে গিয়ে তিনি একটি হোটেলে শুনেছিলেন সত্যজিৎ রায় গিয়ে থাকতেন তারপরেও তিনি আর একবারও ভাবেননি পরিচালকের প্রতি টানে তিনি ওই হোটেলে গিয়ে থাকতে শুরু করেছিলেন।

Related Articles

Back to top button