সিনেমা

এই পুজোয় আসছে রানু মন্ডলের বায়োপিক!মুক্তির আগেই বদলে গেলো রানুদির ব‌ইয়ের নাম!

রানাঘাট স্টেশনে গান গেয়ে রাতারাতি ভাইরাল হয়ে যান রানু মন্ডল। সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়ার পর মানুষজনের কাছে রাতারাতি সেলিব্রেটি হয়ে ওঠেন রানু মন্ডল। এরপর বলিউডে তার গানের ক্যাসেড বের হয়, হিমেশ রেশমিয়ার সাথে তিনি জুটি বেঁধে গান গেয়ে ফেলেন।

তার আর হিমেশ রেশমিয়ার গাওয়া গান ‘তেরি মেরি কাহানি’ রীতিমতো জনপ্রিয় হয়ে ওঠে। গত বছর প্রায় সমস্ত পূজা মন্ডপে তার গাওয়া গান শোনা গেছে, রাতারাতি তিনি বিখ্যাত হয়ে সেলিব্রেটির পর্যায়ে পৌঁছে গেলেও এই খ্যাতি তার বেশিদিন থাকে নি। নিজের ফ্যানেদের সাথে দুর্ব্যবহার অসংযত আচার-আচরণ ও কথাবার্তার কারণে যত তাড়াতাড়ি লাইম লাইটে ফিরে গিয়েছিলেন তত তাড়াতাড়ি লাইম লাইট হারাতে থাকেন রানু মন্ডল। সাফল্য পাওয়ার পর দু একটি বেফাঁস মন্তব্য করবার পরে লাইম লাইট হারিয়ে আবার করুণ দশা হয় তার, সেই একইভাবে দিন আনে দিন খাওয়া মানুষে পরিণত হন তিনি। তার এই জীবন , রাতারাতি সেলিব্রিটি থেকে আবার চূড়ান্ত অবহেলার পাত্র হয়ে করুণ দশায় ফিরে যাওয়ার এই কাহিনী রূপালি পর্দার গল্প কেও হার মানাবে তাই, তার জীবনী নিয়ে তৈরি হচ্ছে একটি বায়োপিক।

অনেকদিন আগেই পরিচালক হৃষীকেশ মন্ডল জানিয়ে দিয়েছিলেন যে, রানু দির বায়োপিক হবে, সম্প্রতি ছবির সেই লুক প্রকাশ্যে এসেছে। ছবির নাম হওয়ার কথা ছিল প্রথমে ‘মিস রানু মারিয়া’, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে ছবির নাম হয়েছে, ‘এক পেয়ার কা নাগমা হ্যায়’। এই ছবিতে রানু মন্ডলের চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী ইশিকা দে। এই চরিত্রে অভিনয় করবার জন্য শুটিং শুরুর আগে রানু মন্ডলের সাথে দেখা করেছিলেন ইশিকা।

এই চরিত্রকে জীবন্ত করতে কী কী করেছেন ইশিকা? ইশিকার কথায়, এই চরিত্রে
অভিনয়ের জন্য তিনি মনোবিদের পরামর্শ নিয়েছিলেন এবং তিনি রানুদির সাথে দেখা করে একসাথে গানের অনুশীলন‌ও করেছেন।

Related Articles

Back to top button