সিনেমা

যেই টাকা সালমান খান জীবনে কামাতে পারবে না সেই ১০০ কোটি টাকা ‘আদিপুরুষ’ এর জন্য পারিশ্রমিক চাইছেন প্রভাস! পারিশ্রমিক শুনে ভিরমি খাচ্ছে নেটপাড়া

বর্তমানে দক্ষিণী ছবিগুলির চাহিদা এবং জনপ্রিয়তা আকাশছোঁয়া। দক্ষিণী ছবি গুলির সামনে কোন ইন্ডাস্ট্রির ছবি টিকতে পারছেনা। দক্ষিণী সুপারহিট ছবিগুলো মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই কোটি কোটি টাকার ব্যবসা করছে বক্সঅফিসে। যার কারণে পরপর বলিউডের একাধিক ছবি ফ্লপ খাচ্ছে। দক্ষিণের নায়ক নায়িকারা এখন দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। আর এই সুযোগেই নিজের পারিশ্রমিক এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার প্রভাস।

আরও পড়ুন: ‘তুমি বাবা কম বন্ধু বেশি ছিলে,দ্রুত পুড়ে গেলে তুমি আলো হয়ে গেলে বাবা!’ বাবাকে নিয়ে লিখল কেকে পুত্র!

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার প্রভাস একাধিক ছবির মাধ্যমে দর্শকের মন জয় করে নিয়েছে। তার একাধিক ছবি সুপারহিট। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে এক ধাক্কায় নিজের পারিশ্রমিক অনেকটা বাড়িয়ে দিলেন তিনি। প্রভাস কে এরপর দেখা যাবে ‘আদিপুরুষ’ ছবিতে কাজ করতে। সেই ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন বলিউডের অভিনেতা সাইফ আলী খান এবং অভিনেত্রী কৃতি শ্যানন। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ওম রাউত। আর এই ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন দর্শকেরা। তবে এই ছবিতে কাজ করার জন্য নিজের পারিশ্রমিক অনেকটা এক ধাক্কায় বাড়িয়ে দিয়েছেন প্রবাস। যার কারণে ছবির কাজ আপাতত কিছুটা থমকে গিয়েছে।

সূত্রের খবরে জানা গেছে ছবিতে কাজ করার জন্য নাকি প্রথমে প্রবাস ৯০-১০০ কোটি টাকা দাবি করেছিলেন। আর এই পারিশ্রমিক দেওয়ার জন্য ছবি প্রযোজকরা রাজি হয়ে গিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে নিজের পারিশ্রমিক বাড়িয়ে তিনি ১২০ কোটি কোটি টাকা বলেন। আর এটি শোনার পর এই বিপদের মুখে পড়েছে প্রযোজকরা। এদিকে শুটিং অনেকটাই বাকি রয়েছে এখনও। এই সময় কি করবে তারা বুঝতে পারছেন না।

আরও পড়ুন: কাজ জানে না, কথা বলতে পারে না অথচ নায়ক-নায়িকা! ছোটপর্দায় একঘেয়ে চরিত্রে অভিনয় করতে করতে ক্লান্ত অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়, জানালেন নিজের অভিজ্ঞতার কথা

এর আগেও বহুবার আদিপুরুষ ছবিটি খবরের শিরোনামে উঠে এসেছে। এই ছবি নিয়ে আগ্রহী হয়ে উঠেছে দর্শকরা। কবে মুক্তি পাবে তার আশায় রয়েছে প্রভাস ভক্তরা।

Related Articles

Back to top button