সিনেমা

এইবার বলিউডে শ্রাবন্তী চ্যাটার্জী! কৃষ্ণাঙ্গ মডেলের সাথে ছবি পোস্ট করতেই দুজনকে নিয়ে যৌন ইঙ্গিতমূলক কুরুচিকর মন্তব্যের শুরু!

বরাবরই বিতর্কে নাম জড়িয়ে থাকে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীর। কখনো ব্যক্তিগত জীবনের কারণে কখনো বা ছবির কারণে। কিছুদিন আগেই যেমন বাংলাদেশের বিক্ষোভ ছবির নায়িকা শুভশ্রী কর বলেন যে, তার পরিবর্তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা শ্রাবন্তীকে বিক্ষোভ চলছে ছবিতে বেশি করে হাইলাইটেড করা হয়েছে। ছবির পোস্টার থেকে সর্বত্র জুড়ে আছেন শ্রাবন্তী অথচ ছবির নায়িকা তিনি নন। এই বিতর্ক ধামাচাপা পড়তে না পড়তেই আবার বিতর্কে নাম জড়ালো শ্রাবন্তীর।

আরও পড়ুন: ‘আইভিএফ পদ্ধতিতে সন্তানের জন্ম দেওয়া মা এগ ডোনারকে ধন্যবাদ জানিয়ে যায়!’ উদ্ভট তত্ত্ব উঠে এলো দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে! প্রবল আপত্তি তুললেন নেটিজেনরা!

বিগত কিছুদিন ধরেই লন্ডনে রয়েছেন শ্রাবন্তী সেখান থেকে একের পর এক ছবি পোস্ট করেছেন নায়িকা প্রত্যেকটি ছবি রীতিমতো সুন্দর এবং হট সে বিষয়ে সন্দেহ নেই। সম্প্রতি একটি ইনস্টাগ্রামের পোস্টকে ঘিরে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে। হ্যাঁ ইদ্রিস ভার্গো নামের একজন কৃষ্ণাঙ্গ মডেল শ্রাবন্তীর সঙ্গে একটি ছবি তুলে সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আর সঙ্গে সঙ্গে হইচই পড়ে যায়। ভাবছেন তো এই হৈ চৈ এর কারণ কী? কৃষ্ণাঙ্গ মডেলের সঙ্গে শ্রাবন্তীর ছবি পোস্ট করার জন্য যত না বেশি হৈ চৈ হয়েছে তার থেকেও বেশি হৈ চৈ হয়েছে ইদ্রিসের লেখা পোষ্টকে কেন্দ্র করে।

 

View this post on Instagram

 

A post shared by Idris Virgo (@idrisvirgo)

ইদ্রিস শুধু একজন মডেল ই নন তিনি, পেশায় একজন বক্সার‌‌ও। এহেন বক্সার শ্রাবন্তীর সঙ্গে ছবি পোস্ট করে যখন ক্যাপশনে লেখেন,“ আমার প্রথম বলিউড প্রোজেক্ট, সুন্দরী অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে” যখন হৈ চৈ তো হবেই! নেটিজেনদের মধ্যে অনেকেই বলেছেন যে তাহলে কি বলিউডে নামতে চলেছেন শ্রাবন্তী? না আসলে টলিউড আর বলিউডকে গুলিয়ে ফেলেছেন ইদ্রিস! অনেকেই তার এই ভুলকে শুধরে দিয়ে বলেছে,‘ ওটা টলিউড হবে বলিউড নয়।’

আরও পড়ুন: ফেলুদা হওয়ার জন্য ইংরেজি বই পড়া বন্ধ করলেন ইন্দ্রনীল সেনগুপ্ত! বাঙালির নস্টালজিয়া ফেলুদা কে পুরোপুরি ফুটিয়ে তুলতে পারবেন কি তিনি?

বলাই বাহুল্য শ্রাবন্তীর ছবি নিয়ে কিছু মানুষ বরাবরই কুরুচিকর মন্তব্য করেন দিতিপ্রিয়ার সঙ্গে শ্রাবন্তী ভিডিও পোস্ট করলেও অনেকে কুরুচিকর আক্রমণ করে জিজ্ঞেস করেন,নিউকামার কে কি আপনি আপনার মত হওয়ার ট্রেনিং দিচ্ছেন? আক্রমণের থেকে বাদ যান না দিতিপ্রিয়া ও। সেখানে একজন কৃষ্ণাঙ্গ মডেলের সাথে শ্রাবন্তী ছবি দিয়েছেন আর তা নিয়ে কাটাছেঁড়া হবে না এমনটা তো হতে পারে না! তাই কিছু মানুষ এখানেও হাজির হয়েছে কুরুচিকর আক্রমণ করতে! তারা শ্রাবন্তীর বৈবাহিক সম্পর্ক বিয়ে নিয়ে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন। এখানেই শেষ নয় ইদ্রিস এবং শ্রাবন্তীর এই ছবিকে নিয়ে যৌনইঙ্গিতমূলক মন্তব্য ও করেছেন তারা।

বর্তমানে পরিচালক রবিন নাম্বিয়ারের ছবির শুটিং করতে লন্ডনে রয়েছেন শ্রাবন্তী। শ্রাবন্তীর এই ছবিতে শ্রাবন্তীর সাথে ক্রুশল আহুজা এবং দিতিপ্রিয়া রায়‌ও রয়েছেন। এই ছবিটিতে প্রথমবার দর্শক ক্রুশল এবং শ্রাবন্তী জুটিকে দেখতে পাবেন। তাই স্বাভাবিকভাবেই ভক্তরা রীতিমতো উত্তেজনায় টগবগ করে ফুটছেন।

Related Articles

Back to top button