যে কোনো মূল্যে শ্রাবন্তীকে পেতে মরিয়া হাঁটুর বয়সী শান্ত খান! বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেতা কি তবে শ্রাবন্তীর প্রেমে পরলেন?

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী দিনকে দিন যেন আরো সুন্দরী হচ্ছেন। সম্প্রতি তিনি ফটোশুট করেছেন, যেখানে দেখা যাচ্ছে একদম বার্বি ডলের মতো দেখাচ্ছে তাকে। এছাড়া তার সদ্য অভিনীত ছবি ‘ভয় পেওনা’ তে তার লুক যথেষ্ট প্রশংসিত হয়েছে। তার অভিনয় দক্ষতা তো চিরকালই অনবদ্য আর সাম্প্রতিককালে বিভিন্ন ফটোশুটে রীতিমত ঝড় তুলেছেন তিনি। সম্প্রতি দেখা যাচ্ছে যে, বাংলাদেশের জনপ্রিয় এক অভিনেতা তাকে নিজের করে পেতে চাইছেন। কি অদ্ভুত শোনাচ্ছে তাইতো? আসল ব্যাপারটা তাহলে খোলসা করেই বলা যাক।
তিন বছর পর এইবার ওপার বাংলার সিনেমায় অভিনয় করতে দেখা যাবে শ্রাবন্তীকে।বাংলাদেশের লোকাল প্রোডাকশনে এটি শ্রাবন্তী চ্যাটার্জীর দ্বিতীয় ছবি। ছবির প্রযোজনা করছেন শান্ত খানের বাবা সেলিম খান। ওপার বাংলার এই সিনেমার নাম বিক্ষোভ। ওপার বাংলার অভিনেতা শান্ত খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে টলিউডের শ্রাবন্তী কে। এই ছবির ট্রেলার ইতিমধ্যে মুক্তি পেয়ে গেছে। সেই ট্রেলারে দেখা যাচ্ছে শ্রাবন্তীর অসাধারণ লুক সকলের নজর কেড়েছে।
এই ছবিতে শ্রাবন্তী একজন শিক্ষিকার চরিত্রে অভিনয় করছেন। অন্যদিকে শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করছেন শান্ত খান। নিরাপদ সড়কের জন্য আন্দোলন- এই বিষয়কে কেন্দ্র করেই আবর্তিত হবে গল্পের চরিত্ররা। ২০১৯ সালে এই সিনেমার শুটিং শুরু হলেও করোনার জন্য তা থমকে যায়। এরপর ২০২১ এ আবার এই ছবির গান ও টিজার মুক্তি পায়। এপার বাংলার শ্রাবন্তী ছাড়াও এ ছবিতে দেখা যাবে রজতাভ দত্তকে। এছাড়া শিবা শানু, অমিত হাসান, রাহুল দেব সহ আরো অনেক জনপ্রিয় শিল্পী রয়েছেন ছবিতে।
এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১০ জুন। তবে শ্রাবন্তীর এই বছর মুক্তি পাওয়া দুটি ছবি যে সম্পূর্ণ আলাদা তা বেশ বোঝা যাচ্ছে। ভুতুড়ে আবহাওয়ায় তৈরি হয়েছে শ্রাবন্তীর এই ছবি, যেখানে ভুতুড়ে পরিবেশ ভুতুড়ে ব্যাকগ্রাউন্ড ও মিউজিক অনেক বেশি করে দেখা যাচ্ছে, সেই সাথে দেখা যাচ্ছে গায়ে শিহরণ জাগানো গল্প আর বাংলাদেশের এই বিক্ষোভ ছবিটি সম্পূর্ণ অন্য ঘরানার, এখানে উঠে আসবে একটি আন্দোলনের গল্প। এখন কোন ছবিতে শ্রাবন্তীর ভাগ্যের চাকা ঘোরে সেটাই দেখার? কোন ছবি বেশি করে দর্শককে হলমুখী করতে পারে আর কোন ছবির গল্প দর্শকদের বেশি মন ছুঁয়ে যাবে তা নিয়ে ইতিমধ্যেই শ্রাবন্তী ভক্তদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে।