সিনেমা

দিনদিন গ্ল্যামারাস হয়ে উঠছেন শ্রাবন্তী, ফটোশুটে হুবহু বার্বি ডলের মত দেখাচ্ছে তাকে!

তাকে নিয়ে তর্ক-বিতর্ক সমালোচনার শেষ নেই। তিনি যদি একটি ছবি দেন, তাও সেখানে কুৎসিতভাবে ট্রোল করতে শুরু করেন কিছু মানুষজন। তার যে কোনো ছবির নীচেই তার পূর্ববর্তী বিয়ের ও বিবাহ বিচ্ছেদের উল্লেখ করে তাকে কটু কথা শোনানো শুরু হয়ে যায়, তবু এত নেগেটিভিটির মধ্যেও সব সময় পজিটিভ মানসিকতা রাখেন তিনি। তিনি টলিউডের সবথেকে জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী, যিনি মনে করেন এত কুৎসিত ট্রোলের মাঝে একটি বিষয় হলো এই যে, তিনিই ট্রোলারদের উপরি রোজগার করতে সাহায্য করেন! কারণ তাকে নিয়ে ট্রোল করে তারা রোজগার করেন।

আরও পড়ুন: অলৌকিক মাছ বৃষ্টি দেখল ভারতের মানুষ! মুহুর্তের মধ্যে ভিডিও হল ঝড়ের গতিতে ভাইরাল!

বর্তমানে অয়ন দে পরিচালিত ‘ভয় পেও না’ ছবিতে অভিনয় করছেন শ্রাবন্তী। এখানে তার অভিনীত চরিত্রটির নাম অনন্যা, যে তার শ্বশুরবাড়িতে পা দেওয়ার পরেই বুঝতে পারে সেখানে কিছু একটা আছে! ভয়ঙ্কর ভৌতিক পরিবেশের মধ্যে কেউ তার পা টেনে নিয়ে যায়, তো কেউ তার গলা টিপে ধরছে। সে প্রতি মুহূর্তে বুঝতে পারছে তার ঘরে কেউ আছে, কিন্তু তার কথা সে কাউকেই বিশ্বাস করাতে পারছে না। অন্য কেউ তো দূরে থাক তার স্বামী আকাশ চ্যাটার্জি ও তার কথায় বিশ্বাস করছে না। তার শাশুড়ি ও স্বামীর নিস্পৃহ মনোভাব তার মনের মধ্যে আরও প্রশ্ন জাগিয়ে তোলে- ভূত না অন্য কেউ রয়েছে এসবের পেছনে? ওম সাহানি এই ছবিতে শ্রাবন্তীর বিপরীতে অভিনয় করছেন। এই ছবিতে শ্রাবন্তীর অভিনয়‌ও রীতিমতো অনবদ্য।

 

View this post on Instagram

 

A post shared by Srabanti ❤️ (@srabanti.smile)

সম্প্রতি শ্রাবন্তীর কতগুলি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ছবিগুলোতে দেখা যাচ্ছে শ্রাবন্তী নীল রঙের সিকুইনড গাউন পরেছেন যার একটি শোল্ডার রাফল, অপর শোল্ডারটি ডিজাইন করা। সেই গাউন এর মধ্যে রূপোলী চুমকিও রয়েছে। এই পোশাকের সাথে ম্যাচিং করে শ্রাবন্তী রূপোলি রঙের জুয়েলারি পরেছেন। গলায় শ্রাবন্তী পরেছেন স্টোন স্টাডেড নেকপিস ও কানে সেম ডিজাইনের ইয়ারিং পরেছেন‌। অভিনেত্রীর সিল্কি চুল বান করা আছে। কয়েক গুচ্ছ ফ্রিঞ্জ শ্রাবন্তীর মুখের সামনে এসে পড়েছে।

আরও পড়ুন: হিট হয়না সিনেমা, কমেছে আয়, তবু ঠাঁটবাট বজায় রাখতে লোন নিয়ে বাড়ি গাড়ি কিনছেন অজয় দেবগণ! ঋনের পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে আপনার

পিচ রঙের লিপস্টিক দিয়েছেন তিনি, এরপর বিভিন্নভাবে পোজ দিয়েছেন তিনি। কখনো থুতনিতে হাত দিয়েছেন তো কখনো ক্যামেরার দিকে সোজাসোজি তাকিয়ে ছবি তুলেছেন। অসাধারণ লালিত্যময় এই ছবিতে শ্রাবন্তীকে রীতিমত গ্ল্যামার কুইন লাগছে। প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও নানান রকম ফটোশুট করলেও তার ফিগার নিয়ে ট্রোল করেছেন কিছু ট্রোলার। তবে সেসবে কোনদিনই পাত্তা দেননি তিনি, নিজের জীবন নিজের মতো করে বাঁচাতেই তিনি বিশ্বাসী। তিনি মনে করেন একদিন তাকে ঘিরে যাবতীয় ট্রোলিং ঠিক বন্ধ হবে, জয় হবে সুস্থ সুন্দর মানসিকতার।

Related Articles

Back to top button