সারা মুখ ভর্তি রক্তের দাগে! পেছনে রয়েছে অশরীরীর হাত! নতুন কিসের ইঙ্গিত দিতে চাইছেন অভিনেত্রী?

টলিউড ইন্ডাস্ট্রির বিতর্কিত অভিনেত্রী এবং সংবাদের শিরোনামে যাঁকে বারবার দেখা যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার টলিউডে তাঁর হাত ধরেই আসতে চলেছে নতুন চমক। অভিনেতা ওমের সাথে জুটি বাঁধতে চলেছে অভিনেত্রী শ্রাবন্তী। তবে একথা আগেই শোনা গিয়েছিলো। ছবির শুটিং এর কাজও অনেকদিন আগেই শুরু হয়েছে। তবে এবার যে খবর সামনে এসেছে সেটি হলো, ছবির নতুন পোস্টার। যা ঘিরে শুরু হয়েছে নতুন করে জল্পনা।’ ভয় পেও না’ ছবিতে একত্রে দেখা যাবে এই অভিনেতা ও অভিনেত্রী কে। অয়ন দে এর পরিচালনায় নতুন ধরনের ছবি আসতে চলেছে।
আরও পড়ুন: দুই প্রজন্মকে সাথে নিয়ে নাচলেন অভিনেতা দেব! শেয়ার করলেন সেই মিষ্টি ভিডিও নিজের ইনস্টাগ্রাম থেকে
বুধবার ছবির নতুন পোস্টার সামনে এসেছে। ছবিতে যে এক নতুন কোনো গল্পের ছোঁয়া থাকবে তা ছবির পোস্টার সামনে আসার পরই কিছুটা বোঝা গিয়েছে। শ্রাবন্তীর বিপরীতে ছবিতে রয়েছে অভিনেতা ওম। টলিউডের মিষ্টি অভিনেত্রী শ্রাবন্তি মানেই নতুন নতুন বিতর্ক। সারা নেটপাড়া জুড়ে অভিনেত্রীকে নিয়ে নানান সময় নানান সমালোচনা শুনতে পাওয়া যায়। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে কম কাঁটা ছেঁড়া হয়নি সোশ্যাল মিডিয়ায়। তবে অভিনেত্রী কিন্তু মোটেই সেসব কিছুতেই কান দেননা। তিনি কাজ আর নিজের জীবন আর ছেলেকে নিয়ে দিব্যি সুখে আছেন।
অভিনেত্রী শ্রাবন্তীর কাছে তাঁর নিজের কেরিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে তিনি বেশ নতুন ভিন্ন ভিন্ন স্বাদের ছবিতে অভিনয় করতে অধিক পছন্দ করে থাকেন। এবারেও তার ব্যতিক্রম হয়নি। দর্শকদের সামনে নিজের নতুন লুকে এসে চমকে দিতে চেয়েছেন তিনি সবাইকে। ‘ভয় পেও না ‘ ছবির নতুন পোস্টারে নতুন চমকের আঁচ পাওয়া গিয়েছে কিছুটা। এখন থেকে দর্শকদের মনে নতুন ছবি নিয়ে উচ্ছাস পরিলক্ষিত হচ্ছে।
আরও পড়ুন: ‘KGF Chapter 2 ‘ রিলিজের পূর্বে বড়সড় সিক্রেট ফাঁস পরিচালকের! মদ খেয়েই লিখতে বসেছিলেন ছবির গল্প!
ছবির সম্পর্কে যতটুকু জানা গিয়েছে, ছবিতে বউমা শাশুড়ির সম্পর্ক নিয়ে গল্পের কাহিনী এগিয়েছে। তবে ঘটনার মাঝে থাকবে দর্শকদের জন্য দারুন সব চমক। যা রীতিমতো সারপ্রাইজ দেবে অনুরাগীদের। তবে ছবির পোস্টারে যা দেখা যাচ্ছে কোনো ভুত জাতীয় কিছুর অস্তিত্ব দেখা গিয়েছে। আবার অভিনেত্রীর চোখে মুখে রক্তের ছাপ কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছে। এর থেকেই ধারণা করা যায় ছবিতে নতুন কোনো ঘটনা আসতে চলেছে। অভিনেত্রী শ্রাবন্তি বাস্তব জীবনে কিন্তু মোটেই সাহসী নন, ভূতকে খুব ভয় পান। কিন্তু তিনি তাও ভূতের ছবি দেখতে পছন্দ করেন। এবার কি তবে অভিনেত্রীকে ভূতের ছবিতেই চমক দিতে দেখা যাবে ? নাকি অন্য কোনো টুইস্ট রয়েছে ছবিতে? তবে সব প্রশ্নের উত্তর কিন্তু ছবি মুক্তি পাওয়ার পরেই জানা যাবে।
View this post on Instagram