‘বিক্ষোভ ছবিতে শ্রাবন্তীকে বেশি হাইলাইট করা হয়েছে’ভয়ঙ্কর অভিযোগ শুভশ্রীর!

দিন কয়েক আগেই শোনা গিয়েছিল যে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি বাংলাদেশের একটি সিনেমায় অভিনয় করছেন। বাংলাদেশের প্রযোজক সেলিম খানের এই ছবির নাম ‘বিক্ষোভ’। এই ছবিতে শ্রাবন্তী চ্যাটার্জী ছাড়াও নায়ক হিসেবে রয়েছেন সেলিম পুত্র শান্ত খান। কিন্তু সবথেকে চাঞ্চল্যকর খবর এই যে, এই ছবিতে নায়িকার ভূমিকায় কিন্তু শ্রাবন্তী চ্যাটার্জী নেই, রয়েছেন কলকাতার এক অভিনেত্রী শুভশ্রী কর। ছবির নায়িকা সম্প্রতি বাংলাদেশের প্রযোজক সেলিম খানের বিরুদ্ধে একটি বিস্ফোরক মন্তব্য এনেছেন যা শুনে চমকে গিয়েছেন সকলে।
শুভশ্রী জানিয়েছেন যে, এই ছবিতে শ্রাবন্তী কে বেশি হাইলাইট করা হয়েছে! অথচ শ্রাবন্তী এই ছবির নায়িকা নন, তিনি এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন। তা সত্ত্বেও এই ছবির পোস্টার ও ট্রেলারে শ্রাবন্তীকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। শুক্রবার বিক্ষোভ ছবিটি মুক্তি পেয়েছে আর এই মুহূর্তে ছবির নায়িকার এরকম বিস্ফোরক দাবি রীতিমতো অস্বস্তিকর। শুক্রবার শাপলা মিডিয়া প্রযোজিত এই ছবি মুক্তি পেলে দেখা যায় শ্রাবন্তী এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে থাকলেও এই ছবির নায়িকা হলেন কলকাতার অভিনেত্রী শুভশ্রী অথচ আশ্চর্যজনক বিষয় হলো ছবি দেখার আগে অবধি কেউ এই বিষয়টি অনুমান করতে পারেননি।
কারণ ছবির পোস্টারে কোথাও শুভশ্রীর ছবি ছিল না, এমনকি ট্রেলারেও তাকে গুরুত্ব দেওয়া হয়নি, ছবির প্রমোশনের দিনও শুভশ্রীকে দেখা যায়নি কোথাও। ছবির বিলবোর্ডে শান্ত ও শ্রাবন্তীর ছবি রয়েছে! অথচ নায়িকা কিনা শ্রাবন্তী নন! এরকম অদ্ভুত ঘটনা সত্যিই এর আগে কখনো শোনা যায়নি কিন্তু এইবার শোনা গেল বিক্ষোভ ছবিটি কে কেন্দ্র করে। ছবির নায়িকার ছবি পোস্টারে নেই, পোস্টারে আছে ছবির গুরুত্বপূর্ণ এক অভিনেত্রীর ছবি! তবে কি দর্শকদেরকে চমকে দেওয়ার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? যাতে দর্শকরা অনুমান করতে না পারেন যে ছবির নায়িকা আসলে কে?
এই পুরো ঘটনায় অত্যন্ত রেগে গিয়ে ছবির নায়িকা শুভশ্রী বলেন, তিনি নিজেও বুঝতে পারছেন না শান্তর বিপরীতে তিনি নায়িকা থাকা সত্বেও বিলবোর্ড-পোস্টার তিনি নেই কেন? বিক্ষোভ মুক্তি পাওয়ার আগে ফিল্ম এর প্রধান শিল্পী দের ভিডিও বার্তা প্রচার করা হলেও শুভশ্রীকে ভিডিও বার্তার প্রস্তাব দেওয়া হয়নি। একই সাথে অভিনেত্রী জানান, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘বিক্ষোভ’ ছিল তার প্রথম কাজ যা তাকে মোটেই সুখকর অভিজ্ঞতার সম্মুখীন করে নি। নায়িকা আরো বলেন যে, তিনি এই ছবির চুক্তিতে স্বাক্ষর করার সময় অল্প কিছু অর্থ পেলেও তার পুরো পারিশ্রমিক বাকি আছে তার। তিনি বারংবার পারিশ্রমিক চেয়ে ছিলেন প্রযোজক নির্মাতাদের কাছে, তার ধারণা এর ফলেই তারা রেগে গিয়েছেন তার ওপর এবং সেই কারণেই তার পরিবর্তে শ্রাবন্তীকে বেশি করে লাইমলাইটে নিয়ে আসা হয়েছে। এই ব্যাপারে শান্ত খানের সাথে যোগাযোগ করবার চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হয়েছে বলে জানান শুভশ্রী।