টলিউড নয় সম্মান দিল বিশ্ব! নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে বাংলার মুখ রাখলেন শ্রীলেখা!

যিনি যোগ্য তিনি সর্ব অবস্থায় নিজের যোগ্যতা প্রমাণ করেন! নিজের শহরে চলচ্চিত্র উৎসবে ডাকনা পেয়ে ক্ষোভ উগরে দেওয়া অভিনেত্রী শ্রীলেখাই প্রমাণ করে দিলেন তার যোগ্যতা। শুধু দেশ নয় সমগ্র বিশ্বের দরবারে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিলেন তিনি আর বাঙালি এই কন্যের জন্য গর্বিত হল গোটা দেশ। ফের বিশ্বের দরবারে বাংলা সিনেমা ও বাঙালির মান রাখলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
আরও পড়ুন: পল্লবীর প্রেমিক সাগ্নিক কী করেন? কেন পল্লবীর রহস্যমৃত্যুতে জড়িয়ে যাচ্ছে তার নাম?
কিছুদিন আগেই, ভেনিস চলচ্চিত্র উৎসবে শ্রীলেখা অভিনীত ছবি প্রদর্শিত হলেও কলকাতা শহরের চলচ্চিত্র উৎসবে ডাকা হয়নি অভিনেত্রী কে। যা নিয়ে তার অন্তরে ক্ষোভ রয়ে গিয়েছিল। ফেসবুকে নিজের যাবতীয় ক্ষোভ উগরে অভিনেত্রী লিখেছিলেন, “ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২ থেকে কোন আমন্ত্রণ আসেনি, এমনকি একটা ফোন পর্যন্ত না। এটা কি আমার রাজনৈতিক মতাদর্শের কারণে না কোনো অজ্ঞাত কারণ আছে? তৃণমূল সরকার কি প্রতিহিংসাপরায়ন!” – বামপন্থী মানসিকতার অভিনেত্রী শ্রীলেখা সেই সময় নিজের ক্ষোভ কষ্ট প্রকাশ করে দিলেও বর্তমানে তিনি নিজেকে প্রমান করে দিয়েছেন যে তিনি কতখানি যোগ্য।
View this post on Instagram
নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ান্স আপন এ টাইম ইন ক্যালকাটা ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। সম্প্রতি একটি ছবিও ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী যেখানে দেখা যাচ্ছে, নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী হিসেবে তার নাম ঘোষণা করা হচ্ছে। ছবি ও ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “আমি জিতেছি। ধন্যবাদ বিশ্ব, ধন্যবাদ নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। ধন্যবাদ আদিত্য বিক্রম সেনগুপ্ত। ধন্যবাদ অরিন্দম ঘোষ। ওয়ান্স আপন এ টাইম ইন ক্যালকাটা ছবির গোটা টিম কে ধন্যবাদ। শুভাকাঙ্ক্ষী এবং নিন্দুক সকলকেই ধন্যবাদ, তোমাদের কাছে আমি ঋণী। আমার বাবা-মা খুব গর্বিত আমি নিশ্চিত।”
আরও পড়ুন: ‘টাকাই সব হয়!’ তিনবার গর্ভপাত করানো প্রসঙ্গে জনতার প্রশ্নের উত্তরে বললেন সম্রাট ময়না!
মায়ের এই সম্মান প্রাপ্তিতে গর্বিত হয়েছে শ্রীলেখার মেয়েও। নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে মায়ের এই জয়ের মুহূর্ত ঘোষণা করে মাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে মেয়ে। শ্রীলেখা তার এই সব থেকে আনন্দঘন মুহূর্তে স্মরণ করেছেন তার বাবাকে। মেয়ের পাঠানো শুভেচ্ছা বার্তা শেয়ার করে তিনি লিখেছেন “বাবা দেখছো?”
কিছুদিন আগে ওয়ান্স আপন এ টাইম ইন ক্যালকাটা ছবিটি ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল। সেই সম্মানের পর এবার সেরা অভিনেত্রীর পুরস্কার। তবে অভিনেত্রী কেবল একা নন, এই ছবির পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্ত সেরা পরিচালকের পুরস্কার ছিনিয়ে নিয়েছেন এই ছবির দৌলতে।