সিনেমা

হাবজি গাবজি নন্দনে ঠাঁই পেলো! ‘X=প্রেম’ নয়! কারসাজি তো আছেই বললেন পরিচালক সৃজিত!

ছবির জগতে একে অন্যকে মাত দেওয়া এ নতুন কিছু নয়। একজন অন্য জনের থেকে ভালো ছবি করলেন, একজন ছবির জগতে বেশি নাম করলেন অথবা কেউ কিছু না করেই নাম খ্যাতি পেয়ে গেলেন এই নিয়ে কন্ট্রোভার্সি প্রায়শয়ই লেগেই থাকে। রূপোলি পর্দার জগতটা বাইরে থেকে যতটা সুন্দর লাগে ভেতর থেকে ঠিক ততটাই জটিল। এখানে কে কখন কার বন্ধু থেকে শত্রু হয়ে যায় তা বলা যায় না, ছবির জগতের তাই প্রায়শয়ই রেষারেষি লেখা থাকে পরিচালক, অভিনেতাদের মধ্যে। যদিও বাইরে থেকে তা আন্দাজ করা যায় না। কারণ তারা হাসির আড়ালে সবটা লুকিয়ে রাখেন। সম্প্রতি নন্দনে ছবির জায়গা না পাওয়া নিয়ে রাজ চক্রবর্তীর উপর ক্ষোভে ফুঁসছেন পরিচালক সৃজিত মুখার্জি।

আরও পড়ুন: “শিল্পী হিসেবে কোনো এথিক্স নেই রূপঙ্করের?” স্যান্ডি সাহার পরে এবার রোদ্দুর রায়ের নিশানায় রূপঙ্কর বাগচী! অশ্রাব্য গালিগালাজ দিয়ে রূপঙ্করকে থামতে বলেন রোদ্দুর

শুক্রবার সৃজিত মুখার্জী পরিচালিত ছবি ‘X=প্রেম’ আর ‘হাবজি গাবজি’ নিয়ে দুই পরিচালকের মধ্যে রেষারেষি শুরু হয়ে গেল। কারণ শুক্রবারে এই দুই পরিচালকের দুই ছবি মুক্তি পেয়েছে। কিন্তু দুই ছবি একসাথে নন্দন ১ এর জন্য আবেদন করলেও দেখা গেল নন্দনের ঠাঁই পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি‘হাবজি গাবজি’, অন্যদিকে ব্রাত্য হয়ে গেল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত‘X=প্রেম’! এই নিয়েই রাজ চক্রবর্তীর ওপর ক্ষোভ উগরে দিলেন সৃজিত মুখার্জী। কী বললেন পরিচালক এদিন?

সৃজিত বললেন, “ এক‌ই দিনে মুক্তি পাচ্ছে দুটি ছবি। দুজনেই নন্দন -১ এর জন্য আবেদন করেছিলাম। কিন্তু মাত্র একজন ছাড়পত্র পেয়েছেন।” এক্ষেত্রে কোনো কারসাজি আছে তাই যেন বলতে চাইছেন তিনি, পরিচালকের কথায়, “ আদর্শগত ও ন্যায় সঙ্গত কারণে দুটি ছবিরই ছাড়পত্র পাওয়া উচিত ছিল। না হলে একজন ও পাবেন না।” এরপরই পরিচালক প্রশ্ন তোলেন, একই দিনে আবেদন করা দুটি ছবির মধ্যে একটি ছবি ছাড়পত্র পেলো অপরটি নয় – কেন এমনটা করা হলো? এর পিছনে কী কারণ থাকতে পারে বলে প্রশ্ন তোলেন পরিচালক সৃজিত মুখার্জি।

আরও পড়ুন: অভিষেকের মৃত্যুর দু’দিন আগেই তার সাথে কাজ করতে চাননি টলিউডের জনপ্রিয় এই নায়িকা, মৃত্যুর পর করেছেন কান্নাকাটি! বিস্ফোরক দাবি অভিষেক স্ত্রী সংযুক্তার!

এরপর পাল্টা রাজ চক্রবর্তী ও লেখেন,“হাবজি গাবজি নিয়ে কন্ট্রোভার্সি করে লাভ নেই।” পরবর্তীতে একটি সংবাদমাধ্যমে এ বিষয়ে মুখ খোলেন তিনি, রাজ চক্রবর্তী বলেন, “শুধু নন্দন নয়,প্রিয়া, স্টারের মত কিছু হলেও থাকছেনা সৃজিত মুখোপাধ্যায়ের ছবি। সেটাও কি আমার কারসাজি? আমি চাই দুজনের ছবি মানুষ দেখুক।” নন্দন সূত্রে বলা হয়েছে যে,X=প্রেম ছবিটি কেউ নির্বাচন করা হয়েছিল ওই ছবিটিও হাবজি গাবজির সাথে দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তবে নন্দন-১ এ নয়, নন্দন-২ এ। তবে পরিচালক ডিস্ট্রিবিউটর এই বিষয়টাতে রাজি হননি।

Related Articles

Back to top button