সিনেমা

এবার বৌদি লুকে ধরা দিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি, অভিনেত্রীর এমন মোহময়ী রূপে কাবু নেটদুনিয়া

টলিউডের প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে প্রায় সবসময়ই হট বোল্ড লুকে দেখা যায়। অভিনেত্রীর লুকে কাবু হয়ে যায় নেটাগরিকরা। মা হওয়ার পর থেকে চেহারার মধ্যে কিছু পরিবর্তন এলেও বর্তমানে আসতে আসতে অভিনেত্রী আবার তাঁর সেই পুরোনো লুকে ফিরতে শুরু করেছেন। আর এবার সেই বোল্ড লুকেই কাবু করতে হাজির হবেন বড়ো পর্দায়। আসন্ন ছবির প্রথম লুক সামনে আসতেই একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটজনতা। পরমব্রত চট্টোপাধ্যায় এর পরিচালনায় অভিনেত্রীর মুখ্য চরিত্রে এই ছবি আসতে চলেছে। ছবি নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে।

আরও পড়ুন: ‘তুমি যেভাবে কোলে নিয়েছ বাচ্চাকে, তা কিন্তু খুব মারাত্মক’! মেয়েকে নিয়ে ভিডিও বানাতে গিয়ে এবার নেটপাড়ার রোষের মুখে পড়লেন দেবিনা বন্দ্যোপাধ্যায়

অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির যে লুক প্রথম প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে, নীল শাড়ি, হাত কাটা ব্লাউজ, খোলা রয়েছে চুল, সবমিলিয়ে একেবারে মোহময়ী রূপে ধরা দিতে চলেছেন অভিনেত্রী। আসন্ন ছবির নাম , বৌদি ক্যান্টিন’। পরমব্রত চট্টোপাধ্যায় ছবিতে একদিকে যেমন পরিচালনার দায়িত্বে তেমনই তাঁকে অভিনয় করতেও দেখা যাবে। ছবিতে অভিনেত্রীর চরিত্রের নাম হতে চলেছে পৌলমী। প্রধান চরিত্রে শুভশ্রী গাঙ্গুলিকে দেখা যাবে পর্দায়।

আসন্ন ছবিতে অভিনেত্রী ছাড়াও আরও যাঁরা অভিনয়ে রয়েছেন তাঁরা হলেন, সোহম এবং অনসূয়া মজুমদার। ছবিটি একটি সত্য ঘটনার প্রেক্ষাপটে তুলে ধরা হবে যা হবে একটি অনুপ্রেরণামূলক পটভূমি। কলকাতার কন্যা তথা শেফ আসমা খানের জীবনের লড়াই নিয়ে ছবি তৈরি হতে চলেছে। যেখানে তিনি বর্তমানে একজন লন্ডনে একাধিক রেস্তোঁরার মালকিন। একজন নারী যে কেবল বাড়ির মধ্যে আবদ্ধ হয়ে দিনের পর দিন রান্না বান্না করেই জীবন কাটিয়ে দেবে তা কখনোই নয়। সেই জীবন থেকে বেরিয়ে নিজেকে সমাজের কাছে প্রতিষ্ঠিত করার গল্প হতে চলেছে এই ছবি।

আরও পড়ুন: ছোট থেকে অভিনয় করবার জন্য স্কুলে কেউ মিশতো না এনা সাহার সাথে, আক্ষেপ অভিনেত্রীর

‘বৌদি ক্যান্টিন’ মূলত গড়ে উঠবে একটি নারী কেন্দ্রিক ছবি হিসেবে। জানা গিয়েছে, সামনের মাসের ২০ তারিখ থেকে ছবির শুটিং এর কাজ শুরু হতে চলেছে। অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির প্রথম লুক সামনে আসার পর থেকে দর্শকদের মধ্যে আনন্দ যেনো ধরেনা। ঋতাভরী চক্রবর্তী থেকে শুরু করে অনিন্দিতা রায় চৌধুরী সবাই প্রশংসা করেছেন কমেন্ট বক্সে। সাথে সাথে প্রচুর লাইক, শেয়ারের বন্যা বয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা অভিনেত্রীর ছবি কতোটা ভালবাসা পায় দর্শকদের থেকে।

Related Articles

Back to top button