স্কুল যাচ্ছে ছোট্ট আদিদেব! মা সুদীপা রিল করলেন সেই মূহুর্ত! ভাইরাল হলো সেই ভিডিও

জি বাংলার রান্নাঘরের সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জি জামাইষষ্ঠীর পরেরদিন দুঃখজনক পোস্ট করে জানিয়ে ছিলেন তার প্রিয় পোষ্য ভানু আর নেই! ববির বন্ধুরা নামক বাংলা ছবির পরিচালক সুদীপা পোষ্যর সাথে নিজের ছবি দিয়ে লিখে ছিলেন,“Bhanu you shall always be a part of me. we will meet again beyond The rainbow bridge. Mumma loves you most.”- এরপর বহু দিন কেটে গেছে পোষ্যর মৃত্যু সুদীপা সামলে উঠেছেন কোনরকমে! সম্প্রতি নিজের ছোট্ট ছেলে আদি দেবের ভিডিও শেয়ার করেছেন সুদীপা।
ছোট্ট আদি দেবের স্কুল খুলে যাওয়ার ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। কিছুদিন আগেও একবার আদি দেবের প্রি স্কুলে যাওয়ার ছবি দিয়েছিলেন তিনি, সেই সময় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা শুভেচ্ছা বার্তা দিয়ে ছিলেন আদি দেবের উদ্দেশ্যে। তারা তখন আদিদেব এর উদ্দেশ্য অফুরান ভালোবাসা দিয়ে জানিয়েছিলেন তাদের আশীর্বাদ ছোট্ট আদির সাথে আছে সে যেন অনেক বড় হয়। এইবারও আদি দেবের স্কুলে যাওয়ার ভিডিও ভাইরাল হলো আর ছোট্ট আদির সেই ভিডিও মন জয় করে নিলো সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের।
ছোট্ট আদি দেবের নতুন ক্লাস, ভিডিওতে দেখা যাচ্ছে স্কুল যাওয়ার জন্য স্কুলের পোশাক পড়ে তৈরি সে। পিঠে ব্যাগ নিয়ে নিয়েছে সাদা শার্ট আর নীল প্যান্ট পড়েছে সে। কাঁধে নিয়েছে নীল ব্যাগ। স্কুল যাওয়ার আগের মুহূর্তের সেই ভিডিও রিল করেছেন মা সুদীপা।
ব্যাকগ্রাউন্ডে গান বাজছে,‘স্কুল চালে হাম’। দর্শকদের অফুরান ভালোবাসা পেয়েছে সে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে অনেকেই জানতে চেয়েছে কোন স্কুলে ভর্তি হলো সে? সুদীপা এই প্রশ্নের উত্তর না দিলেও, একজন ব্যক্তির কমেন্টে সবটা জানা গিয়েছে। একজন আবার কমেন্ট করে লিখেছেন, ওয়েলকাম টু সেন্ট জেমস স্কুল। নেটাগরিকরা ছোট্ট আদিদেবের উদ্দেশ্যে আশীর্বাদ দিয়েছেন, যাতে সে ভালো করে পড়াশোনা করে ও অনেক বড় হয়।
View this post on Instagram
প্রসঙ্গত উল্লেখ্য অগ্নিদেব চট্টোপাধ্যায় ও সুদীপা চ্যাটার্জীর সন্তান আদিদেবের একটি ভিডিও এর আগেও তুমুল ভাইরাল হয়েছিলো যেখানে দেখা যাচ্ছিলো, ছোট্ট আদিকে টাটকা ফল সবজি চেনাতে বাজারে নিয়ে যান মা সুদীপা। আর আদিদেব তার মাকে সবজি বাজার করতে সাহায্য করে। ছোট্ট বয়সে বাচ্চার মোবাইল ফোনে আসক্তি বা অন্য কোনো রকম আসক্তি ছেড়ে এইভাবে মাকে সবজি বাজার করতে সাহায্য করার কাজ দেখে মুগ্ধ হয়ে যান নেটিজেনরা। তারা আদি দেবকে আশীর্বাদ ও ভালোবাসায় ভরিয়ে দেন, সেই থেকেই নেটাগরিকদের নয়নের মণি আদিদেব।