নারীর যৌনতার অধিকার থেকে লিঙ্গবৈষম্য সমস্ত বিষয়কেই তুলে ধরবে সুজয় প্রসাদের নির্বাক ছবি ‘হোম’

গতবছরই পরিচালনায় হাতে খড়ি করেছেন জনপ্রিয় অভিনেতা ও বাচিকশিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। কবি অরুন্ধতী সুব্রহ্মণ্যমের লেখা কবিতা দ্বারা অনুপ্রাণিত হয়ে একটি শর্ট ফিল্ম তৈরি করেছেন সুজয় প্রসাদ। তার ছবিটির নাম হোম। এই ছবিটি নারীকেন্দ্রিক গল্প। ছবিতে টলিউডের একাধিক চেনা-পরিচিত মুখের ঝলক দেখেই তা বোঝা যায়।
ছবিতে রয়েছেন সুদীপা বসু, সোহাগ সেন, অপরাজিতা আঢ্য, সোহিনী সরকার, বিদীপ্তা চক্রবর্তী, চান্দ্রেয়ী ঘোষ, দেবযানী চট্টোপাধ্যায়, তুহিনা দাস, রতশ্রী, সৌরসেনী মিত্র, সুপর্ণা দত্ত ও শুভশ্রী পাটেল। গতবছর শেষেরদিকেই সুজয় প্রসাদ তার ছবির শ্যুটিংয়ের একটি ছবি পোস্ট করে ম্যাক্সমুলারে ছবিটি প্রদর্শনের কথা জানান এবং তিনি সেই সঙ্গে আরও জানিয়েছিলেন যে, আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের শেষদিনে ক্লোজিং সেরিমনিতে এই ছবিটি শুরুতেই দেখানো হবে। সেই সময় সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের করা সেই পোস্টটিতে কমেন্ট করে অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী লিখেছিলেন, “আমাদের সকলের জন্য গর্বের মুহূর্ত”। অভিনেত্রীর পাশাপাশি অন্যান্য অনুরাগীরা এই পোস্টটিতে শুভেচ্ছা জানিয়ে ছিলেন।
এই শর্টফিল্মটিই এইবার পরিচালক অভিনেতা সুজয় প্রসাদের মুকুটে নতুন পালক জুড়ে দিলো। সৌরভ চক্রবর্তীর কিউরেশনে আয়োজিত হয়েছিলো আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল সেখানেই মোস্ট প্রমিসিং ডিরেক্টর বিভাগে সুজয় প্রসাদ পরিচালিত হোম ছবিটি পুরস্কৃত হয়েছে। স্বাভাবিকভাবেই সুজয় প্রসাদ এই বিষয়টিতে অত্যন্ত খুশি, তিনি তার কাজের পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছেন। করোনা অতিমারির কারণে আমরা আমাদের অনেক প্রিয়জনকে হারিয়ে ফেলেছি এবং সেই হারিয়ে ফেলার সাথে সাথে আমাদের সবার ঘরের চিত্রটা অনেকখানি বদলে গেছে এই নিয়েই সুজয় প্রসাদের গল্প ‘হোম’। নন ন্যারেটিভ নির্বাক ছবির পরিচালনা যথেষ্ট কঠিন ছিল, কিন্তু সুজয় প্রসাদ সেটা করে দেখিয়েছেন।
একটি কবিতার দৃশ্যায়ন করা কতটা কঠিন ছিল? এই প্রশ্নের উত্তরে পরিচালক-অভিনেতা সুজয় প্রসাদ বলেন, কবিতাটা যেখানে শেষ হয়েছে ছবিটা সেখান থেকে শুরু হয়েছে। এই ছবিতে লিঙ্গবৈষম্য, পিতৃতন্ত্রের কথা, নারীর যৌন অধিকার, মানবতার কথা, নিজের শিকড় খুঁজে পাওয়ার ইচ্ছা এই সবকিছুই ছবির পরতে পরতে রয়েছে।
এই ছবির মেন্টর সোহাগ সেন এবং ছবির প্রেসেন্টার ঋতুপর্ণা সেনগুপ্ত এছাড়াও অভিনয়ে রয়েছেন জনপ্রিয় সব অভিনেত্রীরা। ছবিটির সংগীত পরিচালনা দায়িত্বে ছিলেন শুভেন চট্টোপাধ্যায় এই যাত্রাটা তার কাছেও ছিল নতুন। এই কাজটির সফলতা তাই তার কাছেও আনন্দের ছিল। সুজয় প্রসাদের পরিচালিত প্রথম ছবি চলচ্চিত্র উৎসবের আঙিনায় জায়গা পেয়েছে এত কম আনন্দের কথা নয়। প্রসঙ্গত উল্লেখ্য আগামী ৩০ এপ্রিল শনিবার নন্দন তিন প্রেক্ষাগৃহে বিকেল তিনটার দিকে এই ছবি দেখানো হবে