সিনেমা

জ্যাকলিনের কাছে লাখ লাখ টাকার উপহার! ৯ লাখের বিড়াল থেকে ৫০ লাখের ঘোড়া সবই সুকেশের দেওয়া!

বলিউডের প্রথমসারির অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে নিয়ে সরগরম হয়ে উঠেছিল বলিপাড়া। কোটি কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের মামলাতেই নাম জড়িয়েছেন অভিনেত্রী জ্যাকলিনের। বেশ কয়েকমাস ধরেই জ্যাকলিন ও সুকেশের প্রেমের চর্চা বলিউডের অন্দরে চলছে। এমনকি একসময় ইডি-র পক্ষ থেকে ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ৭০০০ পাতার চার্জশিট ফাইল করা হল সুকেশ চন্দ্রশেখর ও তার স্ত্রী লীনা মারিয়া পলের বিরুদ্ধে। সূত্র মারফত জানা গেছে, চার্জশিটে সুকেশ চন্দ্রশেখর নিজের মুখে স্বীকার করেছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ৫০ লাখেরও বেশি মূল্যের একটি ঘোড়া উপহার দিয়েছিলেন এবং শুধু তাই নয় বিড়ালপ্রেমী জ্যকলিনকে ৯ লাখ টাকার একটি বিড়ালও উপহার দেন সুকেশ। তবে প্রশ্ন উঠেছে এত লাখ লাখ টাকার উপহার কেনো দিতেন সুকেশ?

আরও পড়ুন: শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’র নতুন সিজন আসন্ন! সোনি টিভির তরফে প্রোমো শেয়ার করা হয়েছে

তবে জ্যাকলিন ফার্নান্ডেজই শুধু নয়,২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ইডি-র পক্ষ থেকে ডাক পাঠানো হয়েছিল বলি অভিনেত্রী নোরা ফতেহিকে। সূত্র থেকে জানা গেছে, কোটি কোটি টাকা প্রতারণার দায়ে অভিযুক্ত। সুকেশ নাকি দামী গাড়িও উপহার দিয়েছিলেন বলিউডের হট গার্ল নোরা ফতেহিতে। ইতিমধ্যেই ইডি-র জেরার মুখে পড়েছেন তিনি। তবে একাধিকবার ইডি-র পক্ষ থেকে ডাক পাঠানো হয়েছে বলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে । কিছুদিন আগেও ইডি-র দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল জ্যাকলিন ফার্নান্ডেজকে । কিন্তু কেন্দ্রীয় সংস্থার ডাক এড়িয়ে হাজিরা দিতে যাননি জ্যাকলিন ফার্নান্ডেজ। লাগাতার কাজের অজুহাত দেখিয়ে তিনি এড়িয়ে গিয়েছিলেন।

জ্যাকলিন ও সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বলে শোনা গিয়েছিল কিন্তু অভিনেত্রীর সেই কথা একেবারেই অস্বীকার করেছেন। তারপরেই একের পর এক ঘনিষ্ঠ ছবি সামনে আসতেই যেন সবটা পরিস্কার হয়ে যাচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে, ছবিগুলি আগের বছর এপ্রিল-জুন মাসে তোলাহয়েছিল। সেই সময় সুকেশ জামিনে ছাড়া পেয়েছিলেন। এবং চেন্নাইতে ৪ বার দেখা করেছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ।

আরও পড়ুন: “আমি জানি না। সংযুক্তা বলল, আমি সমবেদনা অবধি জানাইনি! এটা হতে পারে?” – অভিষেকের জন্মদিনে মনের কথা প্রকাশ করে লিখলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

ইডি আরও জানিয়েছিল, জ্যাকলিনকে প্রাইভেট বিমানেরও ব্যবস্থা করে দিয়েছিল সুকেশ। যাতে তাদের দেখা করার সময়ে কোন বাধা না আসে। তবে সুকেশের সঙ্গে এই ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছিল নেট দুনিয়ায়। সুকেশের থেকে পাওয়া উপহারের তালিকায় রয়েছে, ৯ লাখ টাকা দামের তিনটি বেড়াল, আরবী ঘোড়া এবং কয়েকটি ব্যাগ।

Related Articles

Back to top button