সিনেমা

‘কাজ আপনাদের অবদি পৌঁছতে কত কাঠখড় পোড়াতে হবে বা আমি কতটা পারব জানিনা’! পোষ্টের মাধ্যমে সংশয় প্রকাশ জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকার, তৃতীয় সপ্তাহতেই সমস্ত সিনেমা হল গুলি থেকে উঠিয়ে নেওয়া হলো “শ্রীমতি”

জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। এই নামটি চেনেন না এমন মানুষ হয়তো পশ্চিমবঙ্গে নেই। নিজের স্বাধীনচেতা মনোভাবের জন্য সমাদৃত অভিনেত্রী। “শ্রীমতি” মুক্তির দ্বিতীয় সপ্তাহেই অভিনেত্রী আশঙ্কা করেছিলেন যে ভালো কাজ হলে দর্শকের তা দেখার সুযোগ হয় না। নতুন পরিচালক এবং প্রযোজকেরা কাজ করার সুযোগই পান না। অভিনেত্রীর এই সমস্ত আশঙ্কা সত্যি প্রমাণিত হলো যখন হল থেকে তৃতীয় সপ্তাহে শ্রীমতিকে তুলে দেওয়া হল।

জুলাই মাসের ৮ তারিখে মুক্তিপ্রাপ্ত হয় “শ্রীমতি”। প্রথম সপ্তাহে বেশ ভালোমতোই চলে ছবিটি। কিন্তু দ্বিতীয় সপ্তাহে ব্যবসা ঠেকে দাঁড়ায় একেবারে তলানিতে। “শ্রীমতি” র মুখ্য চরিত্র অভিনেত্রী স্বস্তিকার অভিযোগ আসে এস ভি এফের “কুলের আচার” এর উপর। তবে এ কথায় কর্ণপাত করেন না বিশিষ্ট প্রযোজনা সংস্থা। আর এইদিকে স্বস্তিকার আশঙ্কাকে সত্যি প্রমাণ করে হল থেকে উঠে গেল শ্রীমতি।

একদিন শোয়ে অভিনেত্রী দর্শকের সামনে নন্দন প্রেক্ষাগৃহে পৌঁছে গিয়েছিলেন। সেখান থেকে নিজের অনুরাগীদের সাথে বিভিন্ন ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুশির সাথেই পোস্ট করেছিলেন অভিনেত্রী। নিজের অনুরাগীদের প্রতি ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী পোস্ট করেছেন, ‘অনেক বছর পরে এত মানুষের সঙ্গে সামনে থেকে দেখা হয়ে খুব ভাল লাগল, আপনজন দের সঙ্গে দেখা হওয়ার মতন’। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই অভিনেত্রী জানতে পারেন এক দুঃসংবাদ। প্রথম পোষ্টের প্রায় ঘন্টা কয়েক বাদেই অভিনেত্রী দ্বিতীয়বার পোস্ট করেন সেই সংবাদ।

সেখানে অভিনেত্রী বলেন, ‘আমি ভেবেছিলাম শুধু নন্দন এ আজ আমাদের শেষ শো, তা নয়, পুরো পশ্চিম বাংলা তেই আজ আমাদের শেষ থিয়েটার রান. আপনাদের অনেক ভালবাসা পেয়েছি, আরো ভাল কাজ করার চেষ্টা করব, তবে সেই কাজ আপনাদের অবদি পৌঁছতে কত কাঠখড় পোড়াতে হবে বা আমি কতটা পারব জানিনা’। সেই পোস্টে অভিনেত্রী আরো বলেন, ‘ওটিটি তে আসবে, যেমন আজকাল সবই আসে, যারা বড় পর্দায় দেখতে পেলেন না তখন দেখে নেবেন। আমার ছবির হলে মুক্তি পাওয়ার দু বছরের অপেক্ষা আজ শেষ হল। আপনাদের কে আমি শ্রীমতির প্রণাম জানালাম’।

Related Articles

Back to top button