সিনেমা

দেবের সাথে অন্তরঙ্গ ছবিতে ধরা দিলেন যমুনা খ্যাত শ্বেতা! ছোটপর্দার নায়িকাদের যমুনার থেকেই শেখা উচিত, নাম না করেই মিঠাইকে খোঁচা দিচ্ছেন শ্বেতা অনুরাগীরা

স্টার জলসা জনপ্রিয় সিরিয়াল সিঁদুর খেলাতে মুখ্য ভূমিকায় অভিনয় করে রূপোলি পর্দার জগতে পা রেখেছিলেন তিনি। তারপর কনক কাঁকন, জড়োয়ার ঝুমকো, তুমি রবে নীরবে নামক একাধিক ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন শ্বেতা ভট্টাচার্য। বর্তমানে তাকে সকলেই জি বাংলার যমুনা ঢাকির যমুনা হিসেবেই চেনে। গয়না বানানোর কারিগর হোক অথবা মূক বধির চরিত্র সমস্ত চরিত্রেই বাজিমাত করেছেন শ্বেতা। এখন তিনি দেবের নায়িকা।

দেবের আসন্ন ছবি প্রজাপতিতে দেবের বিপরীতে অভিনয় করবেন তিনি। শোনা যায় এই ধারাবাহিকে নায়িকার চরিত্রটিও তথাকথিত নায়িকাদের মত নয়, তাই পরিচালক প্রযোজক যখন নতুন মুখ খুঁজছিলেন তখন যমুনা ঢাকিতে শ্বেতার অভিনয় দেখে তাকে কাস্ট করার কথা ভাবেন প্রজাপতি ছবির পরিচালক। শ্বেতা এই প্রথম ছবিতে দেব ছাড়াও একাধিক তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করার সুযোগ পাবেন।‌ছবিতে দীর্ঘ কয়েক বছর পর কাজ করবেন মৃগয়া খ্যাত জুটি মিঠুন চক্রবর্তী ও মমতা শঙ্কর। তাদের সাথে কাজ করার সুযোগ পাবেন ছোট পর্দার যমুনা।

প্রজাপতি ছবির শুটিংও শুরু হয়ে গেছে ইতিমধ্যে‌ই। ছবির শুটিং শুরু হওয়ার পর শুটিংয়ের বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শ্বেতা। সেই ছবিগুলোর মধ্যে কোনোটাতে দেখা যাচ্ছে যে, দেবকে জড়িয়ে ধরে পোজ দিচ্ছেন শ্বেতা তো কোন ছবিতে দেখা যাচ্ছে মিঠুন চক্রবর্তীর সাথে আড্ডা দিচ্ছেন নায়িকা। এমনকি কনীনিকা বন্দোপাধ্যায় এর সাথে ছবি শেয়ার করতেও দেখা গিয়েছে তাকে। সব মিলিয়ে বড় পর্দায় প্রথম নায়িকা চরিত্রে অভিনয় যে ভীষণভাবে উপভোগ করছেন শ্বেতা সে কথা বোঝায় যাচ্ছে। সব দেখে শ্বেতার অনুরাগীরা বলছেন, শ্বেতার উত্তরণের এই কাহিনী ছোট পর্দার সকল নায়িকাদের কাছে রীতিমতো দৃষ্টান্ত!

Related Articles

Back to top button