সাউথের দশটি হিট সিনেমার হিন্দি রিমেক করে পেট চালাবে বলিউড! সালমান, অক্ষয়, ঋত্বিক থাকবেন প্রধান ভূমিকায়

দক্ষিণ ভারতের সিনেমা পুষ্পা,বাহুবলী,কেজিএফ, আর আর আর এর মত সিনেমাগুলো দর্শকদের যে বেশি আকৃষ্ট করে তা বলাই বাহুল্য। এই সকল ছবির জনপ্রিয়তা দেখলেই তা বোঝা যায়। সম্প্রতি দক্ষিণ ভারতীয় ছবির এইরকম চাহিদা দেখে বলিউড ও দক্ষিণ ছবির রিমেক করছে। চলুন আজ জেনে নেওয়া যাক বলিউডের সেইসব সিনেমাগুলি যেগুলি সাউথ ইন্ডিয়ান সিনেমার রিমেক।
১। অ্যানিয়েন- এটি একটি তামিল চলচ্চিত্র। একজন মাল্টিপল পার্সোনালিটি ডিজঅর্ডারে আক্রান্ত ব্যক্তি এই ছবির প্রধান চরিত্রে রয়েছে। অ্যাকশন ড্রামা এই ফিল্মটির হিন্দি রিমেকে রণবীর সিং মুখ্য ভূমিকায় থাকবেন বলে জানা গেছে।
২। ধুরুভাঙ্গাল পদিনারু- এক দম্পতির রহস্যজনক মৃত্যু এবং ইন্সপেক্টর দীপক বলে একজনের কাহিনী নিয়ে তৈরি হওয়া এই ছবি ২০১৬ সালে ব্লকবাস্টার হিট হয়। ছবিতে দেখা যাবে, ইন্সপেক্টর এই তদন্তের দায়ভার নেওয়ার পরে তার একটি পা হারান ও তার ক্যারিয়ারও শেষের পথে চলে যায়। দক্ষিণী এই ছবির হিন্দি রিমেকে প্রধান ভূমিকায় থাকবেন বরুণ ধাওয়ান ও পারিনীতি চোপড়া।
৩। মাস্টার- দক্ষিণ ভারতীয় এই ছবিতে একটি মাদকাসক্ত অধ্যাপককেই প্রধান ভূমিকায় রাখা হয়েছে, যে একটি বাচ্চাদের স্কুলে যায়। পরবর্তীকালে সে লক্ষ্য করে যে একজন গ্যাংস্টার শিশুদেরকে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য ব্যবহার করছেন, এরপরই গল্পে আসে নতুন মোড়। বলিউডের ভাইজান সালমান খান এই ছবিটির হিন্দি রিমেক করবেন বলে জানা গেছে।
৪। ক্যাথি- একজন জেলের প্রাক্তন বন্দীকে ঘিরে এই গল্প, যে জেল থেকে বেরিয়ে তার মেয়ের সাথে দেখা করবার চেষ্টা করে। দক্ষিণ ভারতীয় এই ছবির হিন্দি রিমেকে অজয় দেবগন কে দেখা যাবে।
৫। সোয়ারবাই পোক্রু- এই ছবিটি গ্রামের এক যুবককে নিয়ে যার স্বপ্ন নিজস্ব বিমান পরিষেবা চালু করার। এই ছবির হিন্দি রিমিকে মুখ্য ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমার ও রাধিকা মদন কে।
৬। রাতাসান- এটি একজন পুলিশের গল্প। যেই পুলিশ একটি সিরিয়াল কিলার কে ধরেছিল যে স্কুলের মেয়েদের হত্যা করে। তামিল এই ছবিটির হিন্দি রিমেক এর জন্য অক্ষয় কুমারের সাথে যোগাযোগ করা হয়েছে বলে খবর।
৭। আঘাত- এই ছবিটি একজন পুলিশ অফিসারের যে একটি নিখোঁজ মেয়ের মামলা নিয়ে কাজ করছিলো, এই কাজের সময় তার অতীত তার সামনে চলে আসে এবং তার দ্বারা সে ক্ষতিগ্রস্ত হয়। এই ছবির হিন্দি রিমেকে রাজকুমার রাও কে দেখা যাবে।
৮। আলা বৈকন্ঠপুরামলো- এই চলচ্চিত্রের প্রধান ভূমিকায় এমন একজন ছেলেকে দেখা যাবে যে তার বাবার অবজ্ঞা পেয়ে বড় হয়েছে। এই ছবির হিন্দি রিমেকে কার্তিক আরিয়ান থাকবেন।
৯। ভাগমতি- একটি ভুতুড়ে বাড়িতে বন্দী প্রাক্তন জেলা কালেক্টরকে ঘিরে আবর্তিত হয় এই গল্প। এই ছবির হিন্দি রিমেকে অক্ষয় কুমার ও ভূমি পেডনেকারকে দেখা যাবে।
১০। বিক্রম ভেধা- পুলিশকর্মী বিক্রমকে দেখা যায় ভেধার খোঁজে ঘুরে বেড়াতে, এরপর ভেধা আত্মসমর্পণ করে, তার গল্প শুনে বিক্রমের কাছে ভাল ও মন্দের ধারণা পরিবর্তিত হয়ে যায়। এই ছবির হিন্দি রিমেকে হৃত্বিক রোশন ও সাইফ আলি খানকে দেখা যাবে।