সিনেমা

জিৎ দেবের পর এবার অঙ্কুশ হাজরার নয়া অবতার চমকে দিলো দর্শককে!১৫ আগষ্ট ভক্তদের চমকে দিতে নতুন অধ্যায়ের সূচনা করলেন খিলাড়ি অভিনেতা

টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা। তার অভিনীত ইডিয়ট,ম্যাজিক,কানামাছি, আমি শুধু চেয়েছি তোমায়, বিবাহ অভিযান, খিলাড়ি , কেলোর কীর্তি, বল দুর্গা মাইকি, জামাই ৪২০, কি করে তোকে বলবো, ভিলেন, হরিপদ ব্যান্ডওয়ালার মত ছবি ইতিমধ্যেই দর্শকদের মনে অন্য জায়গা করে নিয়েছে। জনপ্রিয় এই আভিনেতা ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবসে অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার এই শুভ তিথি তে একটা বড়সড় ঘোষণা করতে চলেছেন। খিলাড়ি অভিনেতা এই দিন একটা বড়সড়ো খেল দেখাবেন। ভাবছেন তো কি? না নতুন কোন ছবি নয় বরং তার থেকেও বড় একটা ঘোষণা করবেন অভিনেতা।

একটি সূত্র মারফত জানা যাচ্ছে যে অঙ্কুশ এইবার ছবি প্রযোজনা করতে চলেছেন। তার সংস্থার নাম, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স। তার ছবির পরিচালক সুমিত আর শাহিল। শোনা যাচ্ছে খিলাড়ি অভিনেতা ইতিমধ্যে তার ছবির নাম ঠিক করে ফেলেছেন তার ছবির নাম ‘মির্জা’। এর সাথে বড় চমক এই যে এই ছবিতে অভিনেতাকে পুরোপুরি অ্যাকশন হিরো হিসেবে দেখা যাবে। সবকিছু ঠিকঠাক মত এগোলে আগামী সেপ্টেম্বরেই ছবির টিজারের শ্যুটিং হবে। অঙ্কুশকে নয়া অবতারে দেখার অপেক্ষায় মুখিয়ে আছেন তার সকল অনুরাগীরা নায়কদের প্রযোজক হওয়ার ঘরানা প্রায়শয়ই চোখে পড়ে।

টলিউড থেকে বলিউড সব ক্ষেত্রেই এই বিষয়টি চোখে পড়ে। কোন একজন অভিনেতা জনপ্রিয় হয়ে ওঠার পর প্রযোজকের তালিকায় নাম লেখাতে শুরু করেন। টলিউডের ক্ষেত্রে এই তালিকায় জিৎ দেবের নাম করাই যায়। এই দুইজন তারকা অভিনেতা থেকে আজ প্রযোজক হয়েছেন। এই তালিকা সম্প্রতি দীর্ঘ হল অঙ্কুশ হাজরার নাম যুক্ত হওয়ার পর। যাতে স্বভাবত‌ই খুশি হয়েছেন অঙ্কুশ ভক্তরা।

Related Articles

Back to top button