তার জনপ্রিয় ডায়লগ নিয়ে তৈরি হয়েছে স্টিকার, তৈরি হয়েছে মিম! এবার নিজের ডায়লগকে নিজেই ট্রোল করছেন টলিউডের ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জী!

সচরাচর অভিনেতাদের কোন একটি ডায়লগ ভীষণ জনপ্রিয় হলে সেই ডায়লগকে সাধারণ মানুষ বিভিন্ন ভাবে ব্যবহার করে থাকেন। এমনকি অভিনেতাদের জনপ্রিয় ডায়লগ নিয়ে হামেশাই মিম তৈরি করা হয়। নিজেদের জনপ্রিয় ডায়লগকে অন্যভাবে ব্যবহার করতে দেখেও সচরাচর কোন কিছু প্রতিক্রিয়া দেখান না অভিনেতারা তারা এই বিষয়টিকে স্বাভাবিক বলেই ধরে নেন। কিন্তু সম্প্রতি তার একটি জনপ্রিয় ডায়লগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রায় মিম তৈরি হলে এবার টলিউডের জনপ্রিয় এক অভিনেতা প্রতিক্রিয়া দেখালেন।
তিনি আমাদের সবার প্রিয় বুম্বাদা, প্রসেনজিৎ চ্যাটার্জী। টলিউডের তিনি ইন্ডাস্ট্রি। সম্প্রতি তার একটি ডায়লগকে বিভিন্ন ভঙ্গিমায় তুলে ধরলেন অভিনেতা। প্রসেনজিতের একটি জনপ্রিয় ছবির সংলাপ হলো‘বিশ্বাস করো মা আমি চুরি করিনি’। এই সংলাপ ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে ব্যবহৃত হলেও সোশ্যাল মিডিয়ায় প্রায় বিভিন্ন সময় মজার ছলে এই সংলাপটি ব্যবহার করা হয়। এমনকি এই সংলাপ নিয়ে তৈরি হয়েছে স্টিকারও। সম্প্রতি এই সংলাপকে বিভিন্ন ভাবে তুলে ধরলেন প্রসেনজিৎ।
একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেতা যেখানে দেখা যাচ্ছে ‘বিশ্বাস করো মা আমি চুরি করিনি’- এই একটি ডায়লগকে বিভিন্ন ইমোশন সহ বিভিন্ন এক্সপ্রেশনে বলছেন অভিনেতা। তবে এখানেই থেমে থাকেন নি অভিনেতা সবাইকে বলেছেন যাতে তারাও এই সংলাপের সাথে ভিডিও বানান এবং তাকে ট্যাগ দেন। প্রসেনজিতের এই ভিডিও দেখে রীতিমতো মানুষজন হাসতে শুরু করেছেন। এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
উল্লেখ্য কিছুদিন আগেই ইস্মার্ট জোড়ির মঞ্চে এসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অমর সঙ্গী খ্যাত অভিনেত্রী বিজেয়তা। এই দিন মঞ্চে একইসাথে এসেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্তও। সেখানে দেখা যায় অমর সঙ্গীর বিখ্যাত গানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও বিজয়েতা নাচ করছেন আর শ্বশুরবাড়ি জিন্দাবাদ ছবি ‘চোখ তুলে দেখ না কে এসেছে’ গানে প্রসেনজিৎ আর ঋতুপর্ণা নাচ করছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
View this post on Instagram