সিনেমা

‘কিশমিশ’ ছবির দৌলতেই অস্কার পেলেন দেব! অভিনেতা পোস্ট শেয়ার করে জানালেন, জয়ের অনুভূতি

‘অগ্নিশপথ’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা দিয়েছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব। তবে রচনা ব্যানার্জির বিপরীতে করা এই ছবি তাকে সেই ভাবে পরিচিতি দিতে পারেনি, পরবর্তীতে ‘আই‌ লাভ ইউ’ সিনেমায় পায়েল সরকারের বিপরীতে অভিনয় করে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনার সাথেও যুক্ত, রাজনীতির আঙিনারও উজ্জ্বল মুখ এই তারকা।

আরও পড়ুন: ”যেটার জন্য ডিসিশনটা নিয়েছিলাম সেই জিনিসটাই যখন থাকলো না জীবনে তখন আমি বুঝতে পারলাম লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল” – দেবের সাথে সম্পর্ক নিয়ে সরাসরি মুখ খুললেন শুভশ্রী

তবে বর্তমানে এই অভিনেতা রাজনীতি, প্রযোজনা বা অভিনয়ের জন্য নয় অন্য একটি কারণে সকাল থেকেই খবরের হেডলাইন হয়ে রয়েছেন‌। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানিয়েছেন তার পুরস্কার জয়ের কথা। পোস্টে অভিনেতা লিখেছেন, অস্কার পুরস্কার পেলেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তার অভিনীত ও প্রযোজিত ‘কিশমিশ’ সিনেমা। এই ছবি তাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে, এই ছবির জন্যই তার হাতে উঠে এসেছে অস্কারের মত পুরস্কার।

গত শুক্রবার মুক্তি পেয়েছে কিশমিশ, এরপরই দেবের অস্কার পাওয়ার খবর! কি ঠিক বিশ্বাস হচ্ছে না তো? তাহলে চলুন জেনে নেওয়া যাক আসল ঘটনা।

দেবের ছবি মানেই তা সপরিবারে দেখতে যাওয়ার মতোন ছবি। সদ্য মুক্তি পাওয়া ছবিটিও তার ব্যাতিক্রম হয়নি। ‘কিশমিশ’ এমন একটি ছবি যা সপরিবারে দেখতে যাওয়া যায়। এইবার দেবের এই ‘কিশমিশ’ দেখে এসে অভিনেতার বাবাও তার মনের কথা জানালেন তাকে।

অভিনেতার কথায় ছবির সেরা রিভিউ দিলেন তার বাবা। ‘কিশমিশ’ দেখে এসে দেবের বাবা একটি চিঠি লেখেন তাকে। তিনি লিখেছেন, কিশমিশ সুপার ডুপার হিটস।

আরও পড়ুন: রণবীর – আলিয়ার প্রতিবেশী হতে চলেছেন রাহুল – আথিয়া! সাধের সেই অ্যাপার্টমেন্ট কি তবে সুনীল শেট্টির হবু জামাইকে উপহার

দেব এরপর লেখেন,“ আজ পর্যন্ত আমার ৩৯ বছরের জীবনে আমার বাবা আমাকে একটিও চিঠি লিখেন নি। প্রতিটি সিনেমার মতো আজকেও আমার বাবা এবং আমার পরিবার এসেছিল ‘কিশমিশ দেখতে’। সিনেমা শেষ হয়ে যাওয়ার পর ব্যস্ততা থাকার কারণে বাবার কাছে জানতে পারেনি কেমন লেগেছে সিনেমাটা? সব শেষে যখন বাড়ি ফিরলাম তখন দেখলাম দরজার বাইরে বাবা লিখেছে “kishmish super duper hits…” আজকে যেন মনে হলো বাবাকে জীবনে প্রথমবার গর্ববোধ করাতে পারলাম। Kishmish আপনার কতটা ভালো লাগবে তা আমার জানা নেই কিন্তু আজকের দিনের এই অনুভূতিটা আমার কাছে কিশমিশের মতো মিষ্টি হয়ে থাকবে সারাজীবন। সিনেমার ভাষায় আজ যেন অস্কার পেলাম।”

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

এই লেখার সাথেই অভিনেতা একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে তার বাড়ির দরজার সামনে একটি চিঠি ঝুলছে।প্রসঙ্গত উল্লেখ্য, এই ছবিটিতে অভিনয়ের সাথে সাথে প্রযোজনাও করেছেন দেব।

Related Articles

Back to top button