সিনেমা

১১ বছর পর বলিউডে আবার টুইঙ্কল খান্না! বিপরীতে কি তবে থাকছেন অক্ষয় কুমার?

২০১০ এ ‘তিস মার খান’ সিনেমায় স্বয়ং এর চরিত্রে তাকে দেখা গিয়েছিলো, এরপর বিগত ১১ বছর তাকে আর বড় পর্দায় দেখা যায়নি। প্রায় এক দশক পর আবার বড় পর্দায় ফিরছেন সেই অভিনেত্রী। এতক্ষণে সবাই আন্দাজ করে ফেলেছেন কার কথা বলছি। হ্যাঁ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী টুইঙ্কল খান্নার কথা বলা হচ্ছে।

আরও পড়ুন: রাজ্য সরকারকে প্রতিহিংসাপরায়ণ বলে বিস্ফোরক দাবি শ্রীলেখা মিত্রের

অক্ষয় কুমার তাকে বলেছিলেন তার অভিনয় বেশ খারাপ, এই কথায় সহমত পোষণ করেছিলেন টুইঙ্কল খান্না নিজেও। এরপর ২০০১ সালে ‘লাভ কি লিয়ে কুছভি করেগা’ মুক্তির পরে তাকে আর বলিউডে সেভাবে পাওয়া যায়নি, বলিউড ছেড়ে তিনি তখন হয়ে গেলেন অক্ষয়ের স্ত্রী। আক্কি, ছেলে আরভ ও মেয়ে নিতারাকে নিয়েই তার ভরা সংসার। তবে বর্তমানে আবার‌ও পর্দায় দেখা যাবে তাকে। ১১ বছর পর তিনি আবার তার পুরনো জগতে ফিরছেন, প্রশ্ন হচ্ছে তার চরিত্রের বিপরীতে কি তবে দেখা যাবে স্বামী অক্ষয় কে। এই নিয়ে জোর জল্পনা হলেও এখনও অবধি সেভাবে কিছুই জানা যায়নি।

তবে জানা যাচ্ছে নিজের লেখা গল্পেই তিনি নায়িকা হতে চলেছেন। তার লেখা জনপ্রিয় ছোটগল্প সংকলন ‘দ্য লিজেন্ড অফ লক্ষীপ্রসাদ’ এর একটি গল্প ‘সালাম নানি আপা’ কেই পর্দার রূপ দিতে চলেছেন বিজ্ঞাপন দুনিয়ার চেনা পরিচালক সোনাল ডারবাল। এই ছবি নিয়েই বড় পর্দায় পরিচালনার জগতে হাতে খড়ি হচ্ছে তার। ছবি প্রযোজনায় আছেন অ্যাপ্লজ এন্টারটেইনমেন্ট, এলিপসেস এন্টারটেইনমেন্ট এবং মিসেস ফানিবোনস মুভিজ।

আরও পড়ুন: “কেউ এলেই জিজ্ঞেস করি সত্যজিতের ছবি দেখেছেন কিনা” – ফিল্ম ফেস্টিভালে সত্যজিৎ রায়ের সাথে নিজের একাত্মতা বোধ নিয়ে কথা বললেন পরিচালক সুজিত সরকার

প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও টুইঙ্কলের একটি ছোটগল্প নিয়ে ছবি তৈরি হয়েছিল। এটি টুইঙ্কলের দ্বিতীয় ছোট গল্প। ২০১৮ তে তৈরি ‘প্যাডম্যান’ ছবিটিও টুইঙ্কল খান্নার লেখা। স্ত্রীর লেখা গল্পের ছবিতে নায়কের ভূমিকায় দেখা গিয়েছিলো অক্ষয়কে।নতুন ছবির গল্প সম্পর্কে যেটুকু জানা যাচ্ছে তা হল, এই গল্পে লেখিকা দিদা এবং দিদার বোনের সম্পর্ককে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন এবং একইসাথে এই গল্পে থাকছে জীবন সম্পর্কে প্রেম ও বুদ্ধিমত্তা সম্পর্কে লেখিকার নিজস্ব দৃষ্টিভঙ্গি। সূক্ষ্ম রসবোধের সঙ্গে এই ছবিতে থাকবে রহস্য-রোমাঞ্চ। স্বাভাবিক ভাবেই এই ছবি নিয়ে তাই উন্মাদনা তুঙ্গে।

এই ছবিতে টুইঙ্কল কোন চরিত্রে থাকছেন, তার বিপরীতে কি দেখা যাবে অক্ষয় কে? ছবিতে কি টুইঙ্কল খান্নার মা ডিম্পল কাপাডিয়া‌ও থাকবেন ? সব প্রশ্নের উত্তর আপাতত জিইয়ে রেখেছেন টুইঙ্কল। প্রসঙ্গত উল্লেখ্য সাবেক অভিনেত্রী ডিম্পল কাপাড়িয়া ও প্রয়াত অভিনেতা রাজেশ খান্নার মেয়ে টুইঙ্কল বলিউডে পা দিয়েই তার প্রথম ছবি ‘বারাসাত’ এর জন্য সেরা নবাগত অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছিলেন।

Related Articles

Back to top button