সিনেমা

সামনে এলো রুক্মিণীর চমৎকার চৈতন্য লুক, ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে নটী বিনোদিনী কেন্দ্রিক সিনেমার পোস্টার, সিনেমার বিষয় মুখ খুললেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়

টলিউডের বড়পর্দায় এবার আসতে চলেছে নটী বিনোদিনী। বিগত চার বছর ধরে দেবের প্রযোজনায় এসেছে নতুন ঘরানার ছবি বাংলা চলচ্চিত্রে। গত শনিবার বিকেলেই বাংলার খোকাবাবু শেয়ার করেছেন একটি সুখবরের। আর তারপর থেকেই জল্পনা উঠেছে তুঙ্গে। যদিও দেবের নতুন ছবি বললে হয়তো ভুল হবে। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্জার্সের প্রযোজনায় আসতে চলেছে অভিনেত্রী রুক্মিণীর নতুন ছবি। এই ছবিতে নাম ভূমিকায় দেখতে পাওয়া যাবে অভিনেত্রীকে।

ইতিমধ্যেই একটি বিশিষ্ট সংবাদ মাধ্যমের হাত ধরে প্রকাশিত হয়েছে এই নতুন ছবির ব্যানার। ছবির নাম বিনোদিনী। ছবির মুখ্য আকর্ষণ অভিনেত্রী রুক্মিণীর চৈতন্য লুক। সকলের সামনে এক আলাদা অবতারে ধরা দিতে চলেছেন অভিনেত্রী। পোস্টারেই তার প্রমাণ পাওয়া যায়। পোস্টারে অভিনেত্রীর কস্টিউম দাঁড়ানোর ভঙ্গিমা সবই চিত্তাকর্ষক।

এই নতুন ছবির পরিচালনা করেছেন রাম কমল মুখোপাধ্যায়। আর এটাই সেই পরিচালকের প্রথম বাংলা ছবি পরিচালনা। নটী বিনোদিনী-র জীবন নিয়ে তৈরি হবে এই সিনেমা। সিনেমার মূলেই রয়েছে বিনোদিনী দাসীর জীবন। সমগ্র বাংলার নাট্যমঞ্চে যাঁর দাপট আজও চর্চিত। ১৪৮ বছর আগের চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার সহজ হবে না। এমনটাই দাবি করছেন ছবির পরিচালক। যদিও এখনো দেব রুক্মিনী বা পরিচালকের তরফ থেকে এই ব্যানার শেয়ার করা হয়নি।

নটী বিনোদিনীর গল্প পর্দায় বোনার জন্য নিজের জীবনে যা সংগ্রাম করেছেন পরিচালক সেই কথাই তুলে ধরেছেন বিশিষ্ট সংবাদ মাধ্যমের হাত ধরে। সেখানে পরিচালক বলেন, “বাংলার দর্শকদের জন্য বরাবরই আমি চেয়ে এসেছিলাম বিনোদিনী দাসীকে নিয়ে ছবি করতে। টানা ২ বছর ধরে লড়াই চালিয়েছি বাজেট নিয়ে, ছবিটা নিয়ে। একমাত্র সেই সময় পাশে পেয়েছিলাম রুক্মিনীকেই”।

Related Articles

Back to top button