সিনেমা

নিজের ওই ভিডিওতে কাউকে কখনো আই লাভ ইউ বলেনি উর্বশী, নিজের বক্তব্য স্পষ্টই জানি দিলেন বলিউড অভিনেত্রী

সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী ঊর্বশী রাউটেলা এবং ভারতীয় দলের গুরুত্বপূর্ণ কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ কে নিয়ে চর্চার শেষ নেই। দুজনের সম্পর্কে সমীকরণ নিয়ে জোরদার সমালোচনার চলছে বেশ কিছুদিন ধরেই। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন প্রায়শই তাদের নাম উঠে আসছে। সম্প্রতি কিছুদিন আগেই অভিনেত্রী ঊর্বশীর একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যেখানে অভিনেত্রীকে আই লাভ ইউ বলতে শোনা গিয়েছিল। কিন্তু কার উদ্দেশ্যে অভিনেত্রী এই ধরনের কথা বলেছিলেন তা জানতে উদগ্রিব হয়ে উঠেছিলেন সকলে। অনেকেই মনে করছিলেন ক্রিকেটের ঋষভ এর উদ্দেশ্যই হয়তো অভিনেত্রী এই কথা বলছেন। কিন্তু পরবর্তী সময়ে অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন নিজের বক্তব্য।

অভিনেত্রী জানান ‘ইদানীং আমার যে ‘আই লাভ ইউ’ ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে, তা নিয়ে একটা জিনিস স্পষ্ট ভাবে বলে রাখা দরকার। ভিডিয়োটি শুধু অভিনয়ের কারণে করা হয়েছিল। সেই দৃশ্যে আমি শুধু সংলাপ বলছিলাম। কারও উদ্দেশে বা কোনও ভিডিয়ো কলে কথাগুলি বলিনি।’

আসলে ২০১৮ সাল নাগাদ ঋষভ এবং উর্বশীর সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ার জোরদার চর্চা চলেছিল। শোনা গিয়েছিল দুই তারকা নাকি একে অপরকে মন দিয়েছিলেন। এমনকি দুজনের সম্পর্কে শিলমোহর পড়ার আগেই নাকি বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই সামনাসামনি স্বীকার করেননি দুজনের একজনও। লোকমুখে বিভিন্ন খবর ছড়িয়ে পড়েছে বারবার। তবে সেই সমস্ত কথার কতটা কি সত্যি তা এখনো প্রমাণিত হয়নি।

Related Articles

Back to top button