লাইগার কেন মানুষের পছন্দ হচ্ছে না এই প্রশ্নের উত্তর খুঁজতে নিজেই দর্শকের সাথে সিনেমা হলে লাইগার দেখলেন স্বয়ং বিজয় দেবরকোন্ডা, বললেন ছবিটি এত খারাপ হবে জানলে তিনি কন্ট্রাকে সই করতেন না, সিনেমা হল থেকেই কেঁদে হতাশ হয়ে বাড়ি ফিরেছেন অভিনেতা

সময়টা একদমই ভালো যাচ্ছে না বলিউডের জন্য। একের পর এক সিনেমা সব নাম লেখাচ্ছে ফ্লপের খাতায়। বিগ বাজেটের সিনেমাও দাঁড়াতে পারছে না বক্স অফিসে। এরই মধ্যে বলিউডে পা রেখেছিলেন দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরকোন্ডা। অনেকেই আশা করেছিলেন বিজয়ের জাদুতে হয়তো বলিউডের সুদিন ফিরবে। কিন্তু কোথায় কি। প্রথম সপ্তাহতেই ভরাডুবি হলো ‘লাইগার’ এর। চলচ্চিত্র সমালোচকরা একেবারে ধুয়ে দিয়েছেন ছবিকে।
কিন্তু কেন এমন হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতেই অভিনেতা নিজেই হাজির হয়েছিলেন সিনেমাহলে। দর্শকদের সাথে একই সাথে বসে সিনেমা দেখলেন অভিনেতা নিজেও। কিন্তু ছবির নায়ক নিজের সিনেমা দেখেই নিজেই পছন্দ করতে পারলেন না। ছবিটি দেখে দেখার পর হতাশ হন বিজয় নিজেও।
সূত্রের খবর, নিজের সিনেমা দেখে নিজেই কেঁদে ফেলেছেন বিজয়। বাড়ি ফিরেছেন হতাশ হয়ে। অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বিজয় নাকি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ছবি এরকম হবে তা তিনি বুঝতে পারেননি। অভিনেতা নাকি ও জানান যে ছবিটা এরকমভাবে জানলে তিনি কন্ট্রাক্ট পেপারে সই করতেন না।
প্রসঙ্গত বলিউডে একের পর এক চলছে ভরাডুবির পালা। প্রত্যেকটি সিনেমায় হয় সব নয়তো বয়কট। ‘বচ্চন পাণ্ডে’, ‘পৃথ্বীরাজ’, ‘লাল সিং চাড্ডা’, ‘রক্ষাবন্ধন’ সব সিনেমারই একই অবস্থা। কিন্তু এর মাঝে অনেকেই আশা করে বসেছিলেন যে দক্ষিণী সুপারস্টারের ছোয়ায় হয়তো একটু হলেও ভালো হবে বলিউডের জন্য। কিন্তু তাও হলো না। এবার ‘লাইগার’ এর এই দশা দেখে মাথায় হাত পড়েছে প্রযোজকদের। এইরকম চলতে থাকলে বলিউডের হাল বেহাল হতে পারে বলে মনে করছেন একাংশ।