পরিচালক বিবেক অগ্নিহোত্রীর নতুন ছবি আসতে চলেছে! ‘দ্য কাশ্মীর ফাইলসে’র অভাবনীয় সাফল্যের পর এবার আসতে চলেছে, ‘দ্য দিল্লি ফাইলস’

অবিশ্বাস্য প্রশংসা এবং সাফল্য অর্জন করেছে, বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’। এবার সেই ছবির রেশ দর্শক মন থেকে কাটতে না কাটতেই কাজে লেগে পড়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। পর্দায় ফের নতুন চমক নিয়ে আসতে চলেছেন এই পরিচালক। আবারও একটি বিতর্কিত ছবি নিয়ে আসতে চলেছেন তিনি একথা নিজেই টুইট করে জানিয়েছেন। শুক্রবার নিজের টুইটার থেকে আসন্ন নতুন ছবির প্রসঙ্গে লিখেছেন তিনি। ইতিমধ্যেই টুইটার থেকে আগত ছবির নামও প্রকাশ করে দিয়েছেন তিনি। ‘দ্য দিল্লি ফাইলস’ নামের হতে চলেছে নতুন আর একটি বিতর্কিত ছবি। পরিচালকের অত্যন্ত পছন্দের অভিনেতা অনুপম খের ইতিমধ্যেই নতুন ছবিতে কাজ করার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন নিজের থেকে।
আরও পড়ুন: রণবীরের কাছে কনে পক্ষের দাবি ছিল ১১ কোটি টাকার! রণবীর মাত্র এক লক্ষ টাকা দিয়েই নিজের দায় সেরেছেন!
বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তি পেয়েছিল গত ১১ মার্চ তারিখে। তারপরেই ছবির বিষয়বস্তু নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল সারা দেশ। কাশ্মীর থেকে নয়ের দশকের সময়ে কাশ্মীরি পণ্ডিতদের কিভাবে উৎখাত করে দেওয়া হয়েছিল সেই দৃশ্যই দেখানো হয়েছে ছবিতে। প্রতিটি হিন্দু পরিবারের ওপর কিভাবে নিপীড়ন ,অত্যাচার চলেছিল দিনের পর দিন সেই বাস্তব কাহিনী দেখানোর চেষ্টা করা হয়েছিল। ছবিতে অভিনয় করেছিলেন, অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শন কুমারের মতো সব বড়ো বড়ো তারকারা। ছবিটি অল্প কিছুদিনের মধ্যেই প্রায় ৩০০ কোটির ব্যবসা করে নিয়েছে বক্স অফিসে। তবে পরিচালক সেই সময়েই আগেভাগে কিছুটা আভাস দিয়েছিলেন তিনি আরও দুটি জ্বলন্ত সমস্যা নিয়ে ছবি আনতে চলেছেন খুব শীঘ্রই।
নতুন সেই ছবি নিয়েই টুইটারে পোস্ট করেছেন শুক্রবার পরিচালক। যদিও ছবি কি সম্পর্কিত হতে চলেছে সেই নিয়ে কোনো মুখ খোলেননি তিনি। তবে অনেকে দাবি করেছেন চুরাশির শিখ দাঙ্গা কে বিষয়বস্তু করে নতুন ছবি আসতে চলেছে পর্দায়। আবার কেউ কেউ দাবি করেছেন ২০২০ সালের হিন্দু মুসলিম দাঙ্গা নিয়েও হতে পারে কিন্তু অধিকাংশ বলছে শিখ দাঙ্গার ওপর ভিত্তি করেই ছবি হতে চলেছে। বিবেক অগ্নিহোত্রী সবসময় যেকোনো বিতর্কিত বিষয়ের ওপর ছবি বানাতেই বেশি পছন্দ করেন ।
আরও পড়ুন: জন্মদিনে ছোট ইউভানের বাবার সাথে টুইনিং! মা শুভশ্রী গাঙ্গুলি শেয়ার করে নিলেন সেই ছবি
ইতিমধ্যেই বেশ কয়েকটি ছবি করে বিতর্কের মধ্যে জড়ালেও তিনি থেমে যাননি। ফের লেগে পড়েছেন। তবে তাঁর আসন্ন ছবি ‘দ্য দিল্লি ফাইলস’ এ ফের অনুপম খেরকে দেখা যেতে পারে কারণ ইতিমধ্যেই তিনি বিবেককে শুভেচ্ছা জানিয়ে ছবিতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।