সিনেমা

সারাদিন নেশায় বুঁদ হয়ে থাকছেন অভিনেত্রী অরুনিমা ঘোষ! ইন্ডাস্ট্রিতে এমন কি ঘটে থাকতে পারে যার কারণে অভিনেত্রী নেশায় মত্ত থাকছেন

একসময়ের জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “খেলা” – য় ইন্দুর (Indu) চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী অরুনিমা ঘোষ (Arunima Ghosh)। এই ধারাবাহিকের পর থেকে তাকে আর ছোট পর্দায় অভিনয় করতে দেখা যায়নি। বরং তার দেখা মিলেছিল বড় পর্দায়। এই ধারাবাহিক থেকেই যশ ও খ্যাতির শীর্ষে ওঠেন অভিনেত্রী। তবে বর্তমানে শোনা যাচ্ছে তিনি মদ গাঁজার নেশায় সারাদিন বুঁদ হয়ে আছেন।

ইতিমধ্যেই এই বিষয়টি বেশ চর্চিত হতে শুরু করে। এমনও শোনা যায় যে টলিউডে কোন কাজ না পেয়ে অভিনেত্রী মনকষ্টে ভুগছেন। মদ, গাঁজার নেশায় সারাদিন আসক্ত হয়ে আছেন। তার অনুরাগীদের মনে একটি প্রশ্ন বারবার কাজ করছে যে এই ঘটনা কি সত্যি?

অভিনেত্রী নাকি একেবারে উচ্ছৃঙ্খল, বখাটে মেয়ে হয়ে উঠেছেন। জীবনধারায় তার কোন ডিসিপ্লিন নেই। পোশাকের কোন শালীনতা নেই। সব সময় চুল উসকো খুসকো হয়ে আছে, চোখ লাল হয়ে আছে নেশায়। এসবের মধ্যেও আবার তিনি তার মামা, বোন এবং এক পুলিশ অফিসারের কথা মেনে চলছেন। শোনা গিয়েছে এই পুলিশ অফিসার তার জীবনের এক বিশেষ ব্যক্তি। এনার সাথেই তিনি জীবনের উশৃঙ্খলতায় মেতে উঠেছেন।

আসলে সত্যি ঘটনা হলো এই যে, পরিচালক সাগ্নিক চট্টোপাধ্যায়ের ( Sagnik Chattopadhyay) এক নতুন ছবির জন্যই অভিনেত্রী এমন জীবনযাপন করছেন। এই নতুন ছবিতে অভিনেত্রী থাকছেন মুখ্য গোয়েন্দা চরিত্রে। ছবিতে তার নাম “লেডি চ্যাটার্জি”। চরিত্রের সাথে সামঞ্জস্য রাখতে অভিনেত্রী নিজেকে গড়ে তুলছেন একেবারে চরিত্রের আকারে। সারাক্ষণ নেশায় মত্ত, উশৃংখল একটি মেয়ে হওয়া সত্ত্বেও তার রয়েছে প্রখর বুদ্ধি। বিভিন্ন ধরনের রহস্য কাহিনী সমাধান করে এই মেয়েটি। আর তার এই কাজে সাহায্য করে তার মামা। এই মামার চরিত্রে অভিনয় করছেন অভিনেতা তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukhopadhyay)। এই কাজে তাকে আরো একজন সাহায্য করেন। এক পুলিশ অফিসার যিনি তার জীবনের এক বিশেষ ব্যক্তি। এই পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা দেবাশীষ মন্ডল (Debashish Mondal)।

Related Articles

Back to top button