ব্যক্তি রঞ্জিত মল্লিক ঠিক কেমন? অভিনেতা রঞ্জিত মল্লিককে আমরা সকলেই চিনি, কিন্তু এবার ব্যক্তি রঞ্জিত মল্লিক সম্পর্কে মুখ খুললেন স্ত্রী দীপা মল্লিক

টলিউডের বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক। স্বর্ণযুগের প্রথম শ্রেণীর অভিনেতাদের মধ্যে একজন। বছরের পর বছর সময় ধরে দিয়ে গেছেন একের পর এক মুভি। সম্প্রতি শোনা গিয়েছিল ১৪ বছর পর আবার লিড রোলে ফিরছেন অভিনেতা। শত্রু সিনেমার পুলিশ শুভঙ্কর সান্যাল ফিরছেন আইনজীবী শুভঙ্কর সান্যাল হয়ে।
তবে এবার অভিনয় নয়। ব্যক্তি রঞ্জিত মল্লিক কে নিয়ে মুখ খুললেন স্ত্রী দীপা মল্লিক। তাকে জিজ্ঞাসা করা হয় এতদিন বাদে রঞ্জিত মল্লিক আবার পর্দায় এ বিষয়ে ব্যক্তির রঞ্জিত মল্লিককে নিয়ে আপনি কি বলবেন? মাইক ক্যামেরার সামনে তিনি বললেন, “ও একটু খুঁতখুতে মানুষ। মানে স্ক্রিপটা ওর কাছে মেইন ভিত আর কি। আমরা জানি যে বাড়ি হওয়ার আগে দেখা হয় যেন ভিত ঠিক থাকে, তেমনি স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট এর ব্যাপারে ভীষণ খুঁতখুতে। তা এটাতে হ্যাঁ বলেছে বলে আমার মনে হয় সত্যিই ওর মনে কিছু ঠিক লেগেছে। ভালো লেগেছে।” অভিনেতার স্ত্রী আরো বলেন, “রিয়েল লাইফেও ভাবতে পারবেন না ও যে সকলকে নিয়ে কি সাংঘাতিক চিন্তা করে! সমাজের চারিপাশে যা দেখছে কি তাতে ভীষণভাবে কষ্ট পায়। হয়তো এই ফিল্মের মধ্যেই আপনারা ওর প্রতিবাদটা দেখতে পাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে।”
সংবাদ মাধ্যম তাকে আরো একটি প্রশ্ন করে যে শেষবারের যে শুভঙ্কর সান্যাল, বহু মহিলার মনের মানুষ হয়েছিলেন তিনি, তো সেই সময়ের আপনার অভিজ্ঞতা যদি একটু বলেন। এই বিষয়ে তিনি বলেন, “শত্রু যখন রিলিজ করেছে আপনারা জানেন তার অনেক আগেই উত্তম কুমার চলে গেছেন। আর আমারও তখন সবেই বিয়ে হয়েছে। তখন ফিল্মের অবস্থা খুব খারাপ। টিমটিম করে ফিল্ম গুলি চলছিল। তখন যখন ও শত্রুর স্ক্রিপটা পেল সেটা নিয়েও খুব এক্সাইটেড ছিল। আর ও ডেফিনেট ছিল যেটা সুপারহিট হবে। এরপর তো আপনারা জানেনই শত্রু কি হলো। তা আমি এখন সেই দিনটা আবার ফিরে পেলাম। তো বুঝতে পারছি যে সকলের আবার শুভঙ্কর সান্যাল কে ভালো লাগবে।”