সিনেমা

‘কিশমিশ ‘এর স্বাদ বদল এবার হবে ‘চিনে বাদাম’ এর মাধ্যমে! পর্দায় একসাথে জুটি বেঁধেছে যশ দাশগুপ্ত ও এনা সাহা

একদিকে দক্ষিণী ছবির জোর দাপট কাঁপিয়ে দিচ্ছে বক্স অফিস। কোটি কোটি টাকার বাণিজ্য করছে সেইসঙ্গে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিচ্ছে। অন্যদিকে বলিউড স্টারদের দাপাদাপি তবে তার মাঝেও কিন্তু আমাদের টলি দুনিয়া কিছু কম যায়না। দীর্ঘ দু বছর করোনা আবহ কাটিয়ে যেনো ফের নিজের ছন্দে ফিরতে শুরু করেছে টলি দুনিয়া। এই বছর একের পর এক ছবির ডালি নিয়ে হাজির হচ্ছে টলি দুনিয়া। একই মাসের মধ্যে রয়েছে বেশ কয়েকটি জমজমাট ছবি সাথে ভিন্ন ভিন্ন স্বাদের গল্প। ‘কলকাতার হ্যারি’, ‘মিনি’, ‘এক্স ইক্যুয়ালটু প্রেম’, ‘অপরাজিত’, ‘বেলাশুরু’, ‘জালবন্দি’, ‘আয় খুকু আয়’, ‘শবর’, সহ আট থেকে দশটি বাংলা ছবি তো রয়েছেই সাথে আবার একদিকে প্রেমের গল্প নিয়ে দেবের, কিশমিশ এবং অন্যদিকে অ্যাকশন ছবি নিয়ে, জিৎ এর রাবণ।

আরও পড়ুন: এবার ভাইজানের ভক্ত সংখ্যা নিয়ে বিদ্রুপে বিঁধলেন কেআরকে! ভাইরাল হলো সেই পোস্ট

যশ দাসগুপ্ত-এনা সাহার ‘চিনে বাদাম’ এবার যেনো এত গুলি ছবির মাঝেই এক নতুন খবর দিল। ছবির পোস্টার ইতিমধ্যেই সামনে চলে এসেছে। যা দেখে দর্শকের মধ্যে বেশ উত্তেজনা দেখা গিয়েছে। ছবিতে যে একসাথে যশ ও এনাকে দেখা যাবে বেশ বোঝা গিয়েছে ছবির পোস্টার দেখে।

 

View this post on Instagram

 

A post shared by Yash Daasguptaa (@yashdasgupta)

ছবির পোস্টার দেখলেই বোঝা যাচ্ছে, চোখে চশমা হাতে চিনেবাদাম নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে এনা আর অন্যদিকে ডেনিম আর টিশার্টে হাতে ফোন নিয়ে দেখা গিয়েছে অভিনেতাকে। ছবির পোস্টার দেখে বোঝা যাচ্ছে যে, যশ সারাক্ষণ ফোনের মধ্যেই মজে থাকেন আর তাতেই বেশ বিরক্তি প্রকাশ করেছেন এনা।ছবিতে দুজনের চরিত্রের নাম হয়েছে, ঋষভ-তৃষা। তবে বড়ো পর্দার ক্ষেত্রে দর্শক প্রথম এই জুটিকে দেখতে চলেছে একসাথে।

আরও পড়ুন: ইদে দুই পাড়ার ডিজের শব্দে একেবারে কানে কম শোনার জোগাড় মীরের! করলেন অভিনব উপায়ে প্রতিবাদ

অভিনেতা যশ ইতিমধ্যেই ছবির পোস্টার শেয়ার করে লিখেছেন ক্যাপশনে, ,”ঋষভ ও তৃষা’র একটু অন্য স্বাদের মিষ্টি প্রেমের গল্প!” সেই সঙ্গে অভিনেতা আরও বলেন,”ভালোবাসাকে নতুন করে খুঁজে পাওয়ার এই জার্নিতে ওদের সাথে থাকছেন তো?”। সূত্র মারফত জানা গিয়েছে, অভিনেত্রী এনা সাহার প্রযোজনা সংস্থা জেরেক এন্টারটেনমেন্টের থেকে আগামী ২৭ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। তবে অভিনেতার পোস্ট করা এই ছবিতে কবে ছবি মুক্তি পাবে সেই নিয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি ।

Related Articles

Back to top button