সিনেমা

কেউ দেখতে এলো না সুপারস্টার যশের অভিনয়! দর্শক টানতে পারেন না যশ! প্রথম দিনেই ফ্লপ যশ অভিনীত ‘চিনেবাদাম’

টলিউডের প্রযোজক রানা সরকার বিস্ফোরক মন্তব্য করে অনেক আগেই বলেছিলেন যে, যশ অভিনয় পারেন না, দর্শক টানতেও পারেন না।- কার্যত এদিন তার কথায় ধ্রুবসত্য হয়ে দেখা দিল ‘চিনাবাদামে’র মুক্তির দিন। সেভাবে মানুষ দেখতে এলো না যশের ছবি! প্রথম দিনেই ফ্লপ হয়ে গেল যশ অভিনীত ছবি ‘চিনেবাদাম’। প্রসঙ্গত উল্লেখ্য চিনেবাদাম নিয়ে ইতিবাচক প্রচারের চাইতে নেতিবাচক প্রচার অনেক বেশি হয়েছিল বিগত কয়েক দিন ধরে, যার ফলে মানুষ ধরেই নিয়েছিলেন যে বিগত কয়েকদিন ধরে খবরের হেডলাইন এ থাকার জন্য এই ছবি দারুণ সাফল্য লাভ করবে! কিন্তু বাস্তবে দেখা গেল সুপার ফ্লপ যশের ছবি!

আরও পড়ুন: “চারটে পয়সার জন্য দাঁড়িয়েছিলাম স্টেজে! বাবা মায়ের ওষুধ কেনার টাকা নেই”মীরের বক্তব্যে হতবাক সোশ্যাল মিডিয়া! এমন দুর্দিনে আছেন মীরাক্কেলের মীর?

ছবি মুক্তির পাচঁ দিন আগেই অবশ্য পরিচালক ও প্রযোজকদের সাথে মতানৈক্যের কারণ দেখিয়ে ছবির যাবতীয় প্রচার থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন চীনেবাদামের নায়ক যশ দাশগুপ্ত! যশ দাশগুপ্ত নিজের মতানৈক্যের কথা বললেও ছবির চুক্তি ভেঙে বেরিয়ে যেতেই ক্ষোভ প্রকাশ করেন ছবির পরিচালক। চিনেবাদাম এর পরিচালক শিলাদিত্য মৌলিক বলেন, গানের দৃশ্যের ব্যাকগ্রাউন্ডে একজন কালো ছেলেকে নাচতে দেখে নাকি নাক সিঁটকে ছিলেন যশ! এই বিষয়ে আপত্তি জানিয়েছিলেন অভিনেতা, তার কথা শোনা হয়নি বলেই এইভাবে চুক্তি ভঙ্গ করে সরে দাঁড়ালেন অভিনেতা। যদিও পরিচালকের যাবতীয় দাবি মিথ্যে বলে অস্বীকার করেন যশ। অভিনেতা স্পষ্ট জানান, তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো সম্পূর্ণ ভুল এবং মিথ্যে এই কারণে তিনি আইনের পথে হাঁটতে চলেছেন। ইতিমধ্যেই নাকি আইনজীবীর সাথেও কথা বলা হয়ে গেছে তার বলে দাবি করেন অভিনেতা।

অন্যদিকে যশের কালো ছেলে মন্তব্যকে নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। তার এই বর্ণবিদ্বেষ মূলক মন্তব্যের কারণেই তাকে নিয়ে কার্যত সমালোচনা করতে শুরু করেন সকলে। এর মধ্যে যেমন টলিউডের ব্যক্তিত্ব ছিলেন, তেমনি ছিলেন সাধারণ মানুষ ও। যাই হোক সব মিলিয়ে বিগত কয়েক দিন ধরেই চর্চায় ছিল এই ছবি। গত ১০ ই জুন এই ছবি মুক্তি পায়। সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী ৮০-৮৫ টি শো পেয়েছিলো ছবিটি। কিন্তু টিকিটের অর্ধেক ভাগ‌ও বিক্রি হয় না প্রথম দিনে। টিকিটের মধ্যে মোট ৫ শতাংশ টিকিট বিক্রি হয়েছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ মুক্তির দিনে ১ লাখ টাকা ও ব্যবসা করতে পারেনি এই ছবি! ছবিটি ফ্লপ হওয়ায় ঘুরে ফিরে আসছে টলিউডের আরেক প্রযোজক রানা সরকারের বক্তব্য। যশের চিনেবাদাম থেকে সরে যাওয়ার পর যিনি কার্যত বলেই বসেছিলেন,“যশ কিংবা বাকিরা নিজেদের বিরাট নায়ক ভাবতে পারে কিন্তু তাদের অভিনয় দর্শকরা দেখতে আসেন না। তাহলে তাদের এমন বাহানা কেন আমরা সহ্য করবো?”

আরও পড়ুন: দশ বিশ নয়, ১৫০ টাকার ওপর! রিচার্জ প্ল্যান এর দাম বাড়িয়ে দিল জিও! মাথায় হাত সাধারণ মানুষের

প্রসঙ্গত উল্লেখ্য ছবির প্রচার থেকে যশ সরে দাঁড়ানোর পর এনা জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহাকে দিয়ে ছবির প্রচার করিয়েছিলেন, তবে আখেরে লাভ কিছুই হয়নি, মুখ থুবড়ে পড়েছে যশ অভিনীত ছবি। তবে কিছু দিন আগে মুক্তি পাওয়া সৃজিত মুখোপাধ্যায়ে্য এক্স=প্রেম এবং রাজ চক্রবর্তী পরিচালিত হাবজি=গাবজি ভালোই ব্যবসা করছে বলে খবর। মনে করা হচ্ছে একাধিক ছবির সাথে টক্কর দিতে গিয়েই পিছিয়ে পড়লো এই ছবি।

Related Articles

Back to top button