বিনোদন

মাত্র বারো দিনের পুত্র সন্তানকে ছেড়ে কাজে ফিরতে অনেক কেঁদেছেন ভারতী! পাপারাৎজিদের সামনে জানালেন সেকথা

ভারতের মধ্যে একজন বিখ্যাত কমেডিয়ান ভারতী সিং। সদ্য মা হয়েছেন তিনি। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি গত ৩ এপ্রিল জন্ম দিয়েছেন একটি পুত্র সন্তানের। ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছেলেকে সাথে নিয়ে বাড়ি ফিরে গিয়েছেন। ছেলের নাম রেখেছেন ‘গোল্লা। ‘ এক মাসও হয়নি এখনও পর্যন্ত তার আগেই কাজের ক্ষেত্রে ফিরতে হলো কমেডিয়ান এই জুটি ভারতী ও হর্ষকে। ছেলেকে বাড়িতে রেখে শেষ পর্যন্ত কাজে বেরিয়ে আসতে হলো। সন্তান বাড়িতে থাকলে মায়ের মন কেমন করবে এটাই স্বাভাবিক।

আরও পড়ুন: অভিনেতা মাধবন পুত্র বেদান্ত জিতে আনলেন দেশের হয়ে রূপো! সোনার ছেলে বলে প্রশংসায় ভরালেন নেটিজেনরা

সন্তানকে সঠিক জায়গায় রেখে গেলেও মায়েদের সর্বদাই সন্তানের জন্য মন খারাপ করবে এটাই স্বাভাবিক। ভারতীও নতুন মা হয়েছেন আবার এত কম বয়স সন্তানের। পাপারাৎজিদের মুখোমুখি হয়ে তিনি শুক্রবার জানিয়েছেন মাত্র বারো দিনের সন্তানকে বাড়িতে রেখে আসতে তিনি খুব কেঁদেছেন। কিন্তু তিনি কাজের প্রতি নিজের দায়িত্ব ভুলে যেতে পারেননা। তাই তাঁকে নিজের কাজের জায়গায় আবারও ফিরে আসতে হয়েছে। তবে একজন মায়ের ওইটুকু সন্তানকে ছেড়ে আসতে কতোটা কষ্ট হতে পারে একথা আমাদের বুঝতে খুব একটা অসুবিধে হবে না। হুনরবাজ’ ও ‘দ্য খতরা খতরা’ নামের দুটি শো এর সঞ্চালনার দায়িত্বে রয়েছেন তিনি।

দেখে তাজ্জব হতে হয়েছিল, ভারতী প্রথম সঞ্চালিকা যিনি এই জার্নি তে একবারের জন্যও ছুটি নেননি। তিনি আদর্শ স্থাপন করেছেন প্রতিটি নারীর কাছে। ডেলিভারি হওয়ার আগের দিন পর্যন্ত তিনি শোয়ের সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন। তবে মা হয়ে যাওয়ার পর কিছুদিন তাঁকে মাতৃত্ব কালীন ছুটি নিতে হয়েছিল। সেইসময় সুরভি চন্দনা সামলেছিলেন হুনরবাজ এর সঞ্চালনার কাজ। তবে বর্তমানে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ভারতী কে ভিডিও কলের মাধ্যমে মঞ্চে উপস্থিত না থেকে সবার সাথে যোগাযোগ রাখতে। আবার ভিডিও কলের মাধ্যমে ভারতীর সন্তানকেও এক ঝলক দেখা গিয়েছে যদিও মুখ দেখা যায়নি। ‘লকড়ি কি কাঠি’ গান গেয়েছেন করণ জোহরের ভারতীর সন্তানকে দেখে। অন্যদিকে পরিণীতা চোপড়া এবং মিঠুন চক্রবর্তী কেও প্রচন্ড উচ্ছাসিত হতে দেখা গিয়েছে।

আরও পড়ুন: নতুন বছরকে স্বাগত জানাতে না জানাতেই ফের বিচ্ছেদের গুঞ্জন নাকি? সুপারহিট টেলি জুটি নীল – তৃণার বিচ্ছেদ!

তবে ভারতীর মনের জোর কে বাহবা না দিয়ে থাকতে পারেননি সমস্ত অনুরাগীরা। তিনি সবার কাছে যে আদর্শ স্থাপন করে দিয়েছেন। মা হওয়ার পরেও তাঁর এই কাজের ফেরার ক্ষেত্রে অধিকাংশ নেটিজেন তাঁকে স্যালুট জানিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by ColorsTV (@colorstv)

Related Articles

Back to top button