মেয়েরাই মেয়েদের শত্রু! মেয়েদের ছবিতে কু মন্তব্য করে মেয়েরাই, দেখলে ভীষন কষ্ট হয় দর্শনা বণিকের!

সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে তারকাদের ট্রোল হওয়া এমন কিছু নতুন নয়। তারকাদের নিয়ে মানুষ সদা উৎসুক হয়ে থাকেন বলে তারকারা অনুরাগীদের সাথে নানান রকম জীবনের ঘটনা, ছবি পোস্ট করেন, কিন্তু নিজেদের জীবনে নানাবিধ ঘটনা শেয়ার করে তারা কটাক্ষের শিকার হন। বলিউডের বিগ বি থেকে শুরু করে টলিউডের শ্রীলেখা মিত্র পর্যন্ত সকলেই ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই ট্রোলিংয়ের শিকার হন।
আরও পড়ুন: মা হলেন মানালি দে! পুঁচকি কে নিয়ে অবশেষে ছবি দিলেন প্রকাশ্যে! ভাইরাল মানালি অভিষেক ও পুঁচকির ছবি
তবে ট্রোলড হওয়ার পর যে যার নিজের মতো করে রিয়েক্ট করেন। কেউ সম্পূর্ণ বিষয়টাকে এড়িয়ে যান, কেউ বুদ্ধিমত্তার সাথে উত্তর দেন,কেউ আবার ট্রোলিং করা ব্যক্তিকে রসিকতার ছলে উত্তর দেন। এটা যার যার নিজস্ব স্টাইলের উপর নির্ভর করে! এই কিছুদিন আগেই একটি মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ার মারাত্মকভাবে ট্রোলিং হন গায়ক রূপঙ্কর বাগচী, এরপর নিজস্ব মন্তব্যের জন্য ক্ষমা চেয়েও ট্রোলারদের থেকে মুক্তি পাননি তিনি! সম্প্রতি দর্শনা বণিক ট্রোলিংয়ের বিষয়ে মুখ খুললেন।
সোশ্যাল মিডিয়াতে একাধিকবার ট্রোল হয়েছেন দর্শনা। এইবার বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি। একটি সাক্ষাৎকারে দর্শনা বলেন, হাত কাটা ব্লাউজ পরে নেটদুনিয়ায় ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন তিনি। অভিনেত্রী বলেন, একবার একটি রিল ভিডিও বানাতে গিয়ে হাতকাটা ব্লাউজ পরেছিলেন অভিনেত্রী, সেই সময় তার পোশাক নিয়ে মারাত্মক ভাবে ট্রোল করা হয়েছিল তাকে। এছাড়া তার কথা বলার ধরণের জন্য অনেকেই নাকি তাকে ন্যাকা বলেন। অভিনেত্রীর কথায়,“আমার কথা বলার ধরন বাচ্চাদের মতো। কিন্তু আমি এই রকমই।”
অভিনেত্রী আরো বলেন যে, একবার একটি শো তে গিয়ে তিনি মন্তব্য করেছিলেন যে দক্ষিণ ভারতীয় মানুষকে বিয়ে করার ইচ্ছা আছে তার, কারণ তিনি মনে করেন তারা খুব সংস্কৃতি সচেতন হন। অভিনেত্রী বলেন তার এই পছন্দের বিষয়টি তিনি বলেছিলেন শুধুমাত্র, কাউকে ছোট করেননি, বা করতেও চান নি। তবে এই বিষয় নিয়েও তাকে ট্রোল করা হয়। অভিনেত্রীর কথায়,“কিছু মানুষ আছে যারা সব সময়েই খারাপ মন্তব্য করেন। সেক্ষেত্রে মেয়েদের পোশাক বিষয় ও খাটে না।” অভিনেত্রী একই সাথে এও জানিয়েছেন যে, তার সবথেকে তখনই খারাপ লাগে যখন তিনি দেখেন মেয়েরা মেয়েদের ছবিতে অসম্মানজনক মন্তব্য করছেন। তিনি দেখেন অনেকেই তার সমবয়সী, আবার অনেকেই তার মায়ের বয়সী, তবুও একজন মহিলা হিসেবে তারা কু মন্তব্য করছেন দেখলেই সবচেয়ে বেশি খারাপ লাগে তার।