বিনোদন

৬০ বছর বয়সেও তিনি যেনো এভারগ্রীন! চড়া মেকাপে মঞ্চে “আর কত রাত একা থাকবো” গান ধরলেন অভিনেত্রী দেবশ্রী রায়

বাংলা ছবির জগতে একটি পরিচিতি নাম দেবশ্রী রায়। একসময় অভিনেত্রী একের পর এক ছবি করেছেন সেইসময় ছবিগুলি হিট ও হতো বলা যায়। জীবনের প্রথম ভাগটা অভিনয় দিয়েই শুরু করেছিলেন। প্রথম ছবির জগতে অনুপ্রবেশ ঘটেছিল হিরন্ময় সেনের পরিচালনার মাধ্যমে , সালটা ছিল ১৯৬৬। তবে অভিনয় জীবনের প্রথমাংশে তিনি মোটেই দেবশ্রী বলে পরিচিতি লাভ করেননি। চাইল্ড আর্টিস্ট হিসেবে যখন মঞ্চ অভিনয় শুরু করেছিলেন তখন তাঁর পরিচিতি ছিল চুমকি রায় নামে। পরে অবশ্য নাম চুমকি থেকে বদলে রুমকি রায় হয়ে যায়। কিন্তু সেই নামও বেশিদিন স্থায়ী হয়নি, পরিচালক তরুণ মজুমদারের নজরে আসার পরেই , পরিচালকের সৌজন্যে তাঁর নাম হয়ে যায় দেবশ্রী রায়।

আরও পড়ুন: অভিনয় জগতে পা রাখতে চলেছেন শচীন কন্যা সারা! অতি শীঘ্রই দেখা যাবে বলিউডে

অভিনয় জীবনে বহুদিন থাকার পরে অভিনেত্রী হঠাৎই মন দিয়েছিলেন রাজনীতির জগতে। তারপরেই অভিনয় জীবনের ইতি টেনে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। রাজনীতির জীবনে ঢোকার পর নিজেকে প্রায় বছর দশেক তিনি অভিনয় জীবন থেকে একেবারে দূরে সরিয়ে রেখেছিলেন। কেবলমাত্র মন দিয়েছিলেন রাজনীতিতে। কিন্তু যে মানুষটা অভিনয় জীবন দিয়েই শুরুটা করেছিলেন তিনি অবশেষে বুঝতে পেরেছিলেন রাজনীতি তাঁর মতো শিল্পীদের জন্য নয়। নিজেই নিজের করা ভুল উপলব্ধি করার পর শেষে ফিরে এসেছিলেন অভিনয় জগতে। রাজনীতি বিসর্জন দিয়ে নিজের জায়গা অর্থাৎ অভিনয়ের ক্ষেত্রে আবার মন দেন তিনি।

প্রথমেই ফিরে অভিনয় শুরু করেছিলেন জি বাংলার স্নেহাশিস চক্রবর্তীর ব্লু’জ প্রোডাকশনের ‘সর্বজয়া’ ধারাবাহিকের মাধ্যম দিয়ে অভিনয় জগতে নতুন করে পথ চলতে শুরু করেন দেবশ্রী রায়। যে রাজনীতিতে থাকাকালীন তেমন কোনো নিজের জীবনে উন্নতি করতে পারেননি, অভিনয় দিয়ে নতুন করে শুরু করার পরেই নিজের আগের জায়গা ধীরে ধীরে ফিরে পেতে থাকেন। দর্শকের ভালোবাসায় এই ধারাবাহিক টিআরপি তালিকায় বেশ প্রথমের দিকে জায়গা করে নেয়।

আরও পড়ুন: ‘সুপারস্টার সিঙ্গার’- এর মঞ্চে বাংলা বাউল গেয়ে শোনালেন নদীয়ার প্রাঞ্জল! বিচারকরা হয়ে গেলেন মুগ্ধ

তবে অভিনেত্রী দেবশ্রী রায় এবার যে ভাইরাল হয়েছেন তা একেবারে অভিনয় রাজনীতি কোনো দিকেই নয় মঞ্চে উঠে গান গেয়ে তিনি ভাইরাল হয়ে গিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। বয়স ৬০ এর ঘরে কিন্তু দেখে বোঝা মুশকিল। একেবারে এভারগ্রীনের মতো জনগণের ভরা মঞ্চে উঠে নাচ গান একসাথে জমিয়ে দিয়েছিলেন দর্শকের অতি প্রিয়, ‘জয়া বৌদি’। তবে মঞ্চে দেবশ্রীর পোশাক ছিল অন্যমাত্রার। ওয়েস্টার্ন কালো পোশাক, উগ্র মুখে মেকাপ, মঞ্চে উঠে সকল দর্শকের অনুরোধে নিজের ছবির গান, “আর কত রাত একা থাকবো” গেয়ে মাতিয়ে দিলেন মঞ্চ। শুধু গানেই থেকে থাকেননি অভিনেত্রী, গানের সাথে সাথে নেচেও মন জয় করেছেন সবার। অভিনেত্রী হওয়ার দরুন গানের গলা, সুরে যে অমিল থাকবে সেকথা তো বলাই যায়। তবে এই বয়সে দাঁড়িয়েও তিনি মঞ্চ মাতিয়ে দিলেন তবে নিন্দুকের অভাব নেই এই ভিডিও দেখে সমালোচনার ঝড় উঠেছে রীতিমতো।

Related Articles

Back to top button