‘তুমি যেভাবে কোলে নিয়েছ বাচ্চাকে, তা কিন্তু খুব মারাত্মক’! মেয়েকে নিয়ে ভিডিও বানাতে গিয়ে এবার নেটপাড়ার রোষের মুখে পড়লেন দেবিনা বন্দ্যোপাধ্যায়

গুরমিত-দেবিনা অভিনয় জগতের এক সুপারহিট জুটি। এই জুটির মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে বহু আলোচনা হয়েছে। অবশেষে বিয়ের বাঁধনেও বাঁধা পড়েছিলেন দুজনে। গত বছরেই খুশির খবর দিয়েছিলেন এই জুটি।দুজনেই মা বাবা হতে চলেছেন এই খবর সামনে আসার পর স্বাভাবিক ভাবেই অনুরাগীদের মনেও আনন্দের ছোঁয়া লেগেছিল। অবশেষে চলত বছরের ৩ এপ্রিল দেবিনা মা হয়েছিলেন। মা হওয়ার দু সপ্তাহ পরেই ছিল দেবিনার জন্মদিন যেখানে মেয়ের নাম প্রকাশ করেছিলেন, লিয়ানা। তবে মা হয়েছেন বলে কি আর জন্মদিনে খামতি থাকে, গুরমিত স্ত্রী দেবীনার জন্মদিন পালন করেছিলেন খুব ধুমধামের সাথে।
আরও পড়ুন: ইলন মাস্ক দীপিকাকে কি প্রস্তাব দিয়েছিলেন জানেন? তার উত্তরে বলিউড কুইন কি জবাব দিয়েছিলেন!
গুরমিত ও দেবিনা সাত পাঁকে বাঁধা পড়েছিলেন ২০১১ সালে। এনডিটিভি ইমাজিনের ‘রামায়ণ’ এর সূত্র ধরেই এই জুটির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর সেই সম্পর্ক এগোয়। তারপর বহু বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে অবশেষে প্রায় এক দশক পরে দুজনের কোল আলো করে এসেছে লিয়ানা। তবে মেয়ের নামে ইতিমধ্যেই এই দম্পতি একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে ফেলেছে। মেয়ের বয়স এখনও এক মাসও হয়নি তার মধ্যে দেবিনা একটি ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
দেবিনা বন্দ্যোপাধ্যায় এর শেয়ার করা সেই ভিডিও নিয়েই শুরু হয়েছে বিতর্ক। তবে এবার প্রথম নয় এর আগেও মেয়ের অনেক ভিডিও শেয়ার করেছেন দেবিনা। সেই খুদে বাচ্চা ইতিমধ্যেই সবার মন জয় করে ফেলেছেন। দর্শকরা ভালোবেসে ফেলেছেন ছোট লিয়ানা কে। তবে এবার মেয়ের ভিডিও শেয়ার করে ক্ষোভের মুখে পড়লেন দেবিনা। মেয়েকে যা তা ভাবে কোলে নিয়ে ভিডিও করার জন্যই অনুরাগীরা রীতিমতো ক্ষেপে গিয়েছেন রেগে। ইনস্টাগ্রামে যে ভিডিও শেয়ার করেছেন সেখানে এলভিস প্রেসলির ‘কান’ট হেলপ ফলিং ইন লাভে গুনগুন করতে দেখা গিয়েছে তাকে।
আরও পড়ুন: ছোট থেকে অভিনয় করবার জন্য স্কুলে কেউ মিশতো না এনা সাহার সাথে, আক্ষেপ অভিনেত্রীর
গানের সাথে মেয়েকে একহাতে ধরে রেখেছেন অভিনেত্রী। এক হাতে ধরে কখনও ঘরের মধ্যে হাঁটছেন, কখনও আবার মেয়েকে ধরে ব্যালকনিতে যাচ্ছেন। আর এই মেয়েকে এই ভাবে এক মাস হওয়ার আগেই এক হাতে ধরে নিয়ে যাওয়াটা একেবারেই মেনে নিতে পারেননি সোশ্যাল মিডিয়া র কেউই। তীব্র নিন্দা করেছেন নেট বাসীরা। মাত্র এক মাসের বাচ্চা কে এইভাবে কোলে নেওয়া যে উচিত নয় সেই কমেন্ট করেছেন সব নেটা নাগরিকরা।
View this post on Instagram