বিনোদন

হলিউডের বড় তারকাদের টেক্কা দিয়ে দীপিকা হচ্ছেন কান ফিল্ম ফেস্টিভ্যালের জুরি

রণবীরের ঘরণী দীপিকা পাড়ুকোন বলিউডের সবচেয়ে জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহণকারী ভারতীয় তারকাদের মধ্যে একজন। বলিউড চলচ্চিত্রে তিনি দুইটি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছেন এছাড়া হিন্দি সিনেমার পাশাপাশি তামিল, কন্নড় চলচ্চিত্রেও দাপটের সাথে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি তার মুকুটে একটি নতুন পালক জুড়ে গেল, যা জানতে পেরে ভক্তরা ভীষণ খুশি হয়েছেন। ২০১০ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে প্রথমবার আসেন দীপিকা পাড়ুকোন, তার সাজের অভিনবত্ব সেবার সকলের নজর কেড়েছিলো। ভারতীয় অভিনেত্রীর রূপের ঝলক নজর কাড়ে সবার।

আরও পড়ুন: “কোয়েল কোন দল বেছে নেবে ওটা ওর ব্যাপার কিন্তু ওকে মুখ্যমন্ত্রী হতে হবে!” কোয়েলের জন্মদিনে অকপট অভিনেতা হিরন

অনুষ্ঠানে সেইবার তাকে দেখা গিয়েছিলো সাদা সোনালী রঙের শাড়ি পরে। কপালে টিপ‌ও দিয়েছিলেন তিনি। তার সেই লুক সকলের নজর কেড়েছিল। এরপর ২০১৭ সাল থেকে কানের রেড কার্পেটে দীপিকার লুক সকলের নজর কেড়েছে। ২০১৮-১৯ সালেও অভিনেত্রীর আগুন ঝরানো কান লুক দেখে সকলে চমকে গিয়েছেন। ২০২২ এ এইবার অনুরাগীদের বড় সুখবর শোনালেন তিনি।

কানের রেড কার্পেট থেকে এইবার দীপিকা সোজা জুরি সদস্য হয়েছেন। বড় বড় হলিউড তারকাদের টেক্কা দিয়ে বিচারকের আসনে বসবেন তিনি। স্বাভাবিক ভাবেই এই খবরে সকলে উৎসাহিত হয়েছেন এবং চারিদিকে শোরগোল পড়ে গিয়েছে।

৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে নতুন দায়িত্ব গ্রহণ করলেন দীপিকা শুনে স্বাভাবিকভাবেই সকলে খুশি হয়ে গিয়েছেন। দীপিকা ভক্তরা উৎসাহিত হয়ে ইতিমধ্যেই শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন দীপিকাকে।

আরও পড়ুন: এবার রকির তাণ্ডব দেখা যাবে ওটিটি তে! প্রেক্ষাগৃহের পর এবার অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে কেজিএফ চ্যাপ্টার ২ !

৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে মোট ৯জন জুরি সদস্য আছেন। দীপিকার পাশাপাশি আরো অনেক তাবড় তাবড় তারকাদের নাম রয়েছে সেখানে। রয়েছেন ফরাসি অভিনেতা ভিনসেন্ট লিন্ডন‌, ইরানের বিখ্যাত পরিচালক আসগর ফারহাদি, সুইডিশ নায়িকা নুমি রাপাস, ব্রিটিশ লেখিকা, পরিচিলক তথা অভিনেত্রী রেবেকা হল, ইটালিয়ান অভিনেতা পরিচালক জাসমিন ট্রিঙ্কা, মার্কিনী সিনে পরিচালক জেফ নিকোলাস, নর‌ওয়ের পরিচালক জোয়াকিম ট্রিয়ার, ফরাসি ডিরেক্টর লাডো লি।

গত মঙ্গলবার‌ চলচ্চিত্র উৎসবের কমিটির তরফ থেকে ৯ জন বিচারকের নাম অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের প্রকাশ্যে আনা হলে তখন দীপিকার নামটি নজরে আসে, স্বাভাবিকভাবেই এই খবরে খুশি হয়েছেন রণবীর দীপিকার ভক্তরা। প্রসঙ্গত উল্লেখ্য,২০২২ সালের ১৭ ই মে থেকে কান ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হবে। এটি ২৮ শে মে অবধি চলবে। তখন‌ই ‘ওম শান্তি ওম’ খ্যাত অভিনেত্রীকে সম্পূর্ণ অন্য রূপে দর্শন করবেন সবাই ‌।

Related Articles

Back to top button