বিনোদন

বলিউডের এত বড় একজন স্টার হওয়া সত্বেও নেই কোনো অহংকার, দিব্যি নিজের বিহারের বাড়িতে বন্ধুদের সাথে বসে লিট্টি চোখা বানাচ্ছেন পঙ্কজ ত্রিপাঠি

জীবনে যশ খ্যাতি, নাম ডাক, টাকা পয়সা হয়তো সব নয়। সরলতা, মাটির কাছাকাছি থাকাটাই আসল। আর এটাই বারবার প্রমাণ করে চলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। এবারে আরো একবার নিজের গ্রামের বাড়িতে ঘুরতে গিয়ে সেই প্রমাণই দিলেন অভিনেতা। সারা বিহার এখন তাকে নিয়ে গর্ববোধ করে। বিহারের গোপালগঞ্জ অঞ্চলের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে পঙ্কজ ত্রিপাঠী।

ন্যাশনাল স্কুল অফ গ্রামার নাটক নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি জীবনে অনেক বাধা-বিপত্তি পেরতে হয়েছিল তাকে আজকের এই সুন্দর দিনটা দেখার জন্য। তবে তিনি থেমে যাননি জীবনে প্রতিটা মুহূর্তে পাশে পেয়েছেন তার স্ত্রী মৃদুলা কে তিনি কলকাতার ভবানীপুরের মেয়ে। আজ গ্রামের সেই ছাপসা ছেলেটাই সকলের কাছে পঙ্কজ ত্রিপাঠি হয়ে উঠেছে। দাপিয়ে অভিনয় করে চলেছেন বড় পর্দা থেকে ওটিটি প্লাটফর্ম সব জায়গাতেই। তার অভিনয়ে সকলের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে এখন। কিন্তু এত বড় একজন তারকা হওয়া সত্বেও নিজের গ্রামের ছাপসা জীবন ছাড়তে পারেনি তিনি।

দিন কয়েক আগেই নিজের বিহারের গ্রামের বাড়িতে গিয়েছিলেন পঙ্কজ ত্রিপাঠী। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ওখানকার বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা দেন। গ্রাম থেকে আয়োজন করা হয় পঙ্কজ ত্রিপাঠির জন্য একটা পিকনিক। সেখানেই অভিনেতা বন্ধুদের সঙ্গে বসে মাটির উনুনে ঝটপট লিট্টি চোখা বানিয়ে ফেলেন। তাকে দেখে বোঝার উপায় নেই তিনি এত বড় একজন বলিউডের স্টার পরনে হাসবেন্ড পায়ে হাওয়াই চপ্পল একেবারেই গ্রামের সাধারণ ছেলের মতই মিশে গিয়েছিলেন সকলের সঙ্গে। আর সেখান থেকেই পঙ্কজ ত্রিপাঠির এক বন্ধু ভিডিওটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে। তারপরে এই ভক্তদের অসংখ্য প্রশংসা পেয়েছেন অভিনেতা।

Related Articles

Back to top button