কিশমিশে জুটি বেঁধে কাজ করার পরেই ব্রেক আপ দেব-রুক্মিণীর! সম্পর্ক ভাঙার কথা পোস্ট করে জানালেন রুক্মিণী

টলিউডে সম্পর্ক ভাঙ্গা আর সম্পর্ক জোড়া লাগার বিষয়গুলো খুব মুহুর্মুহু ঘটে। যার সাথে খুব ভাল মতো রিলেশন আছে তার সাথে কয়েক মুহূর্ত পরে ব্রেক আপ ঘটে যায়! আবার হয়তো কখনো দেখা যায় সম্পর্ক ভাঙার পরমুহূর্তেই অন্য কোন তারকা’র সাথে জড়িয়ে পড়ছেন কেউ। এইভাবেই টলিউডে এক এক সময় এক এক রকম গুঞ্জন রটে, কোন গুঞ্জনটা সত্যি হয়ে যায়, কোন গুঞ্জন আবার পুরোটাই হয় মিথ্যে! সম্প্রতি টলিউডের জনপ্রিয় অভিনেতা দেবের সম্পর্কেও এরকম একটি গুঞ্জন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে দেব আর রুক্মিণীর সম্পর্ক ভাঙ্গার আভাস নাকি স্বয়ং দিলেন দেবের প্রেমিকা রুক্মিণী।
আরও পড়ুন: ইরানি নৃত্যশিল্পীর প্রেমে পরে রেখাকে বেশ কয়েকবার সপাটে চড় মারেন অমিতাভ
দেবের সাথে রুক্মিণীর ভালোবাসার সম্পর্কের কথা মোটামুটি সকলেই জানেন। যদিও দুইজনে প্রকাশ্যে কখনো এই কথা স্বীকার করেননি, আবার তারা কখনো অস্বীকার করেননি নিজেদের সম্পর্কের কথা। আবার অনেকের মুখেই তাদের সম্পর্কের কথা শোনা যায়, যেমন একবার অপুর সংসারের রচনা ব্যানার্জি বলেছিলেন, দেব আর রুক্মিণীর সম্পর্কের কথা। দেব আর রুক্মিণীর সম্পর্ক নিয়ে অনুরাগীদের দলের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়েছিল। সম্প্রতি দুজনে মিলে কিশমিশ ছবিতে অভিনয় ও করেছেন। বহুল প্রশংসিত হয়েছে এই ছবি। এই ছবির পরেই কি তবে ভেঙে গেল দুজনের প্রেম?
আরও পড়ুন: বলিউড অভিনেতা এভাবে হাত খুলে দান করেন না, দক্ষিণের এইসব অভিনেতারা সমাজ সেবামূলক কাজের জন্যই বিখ্যাত!
আসলে সম্প্রতি নায়িকার একটি পোস্ট কে ঘিরে এইরকম প্রশ্ন উঠেছে। নায়িকা একটি পোস্ট করেছেন যেখানে তিনি লিখেছেন, “সবাই দেখি আগে থেকেই বলে দিচ্ছে ‘অবশেষে ভালোবাসা চলে যাবো’, কী অনেস্ট রে ভাই সব…” এই পোস্ট দেখে যখন সকলে রীতিমতো ঘাবড়ে গেছে, তখন অভিনেত্রীর ক্যাপশন দেখলেই আসল সত্যটা প্রকাশ হয়ে পড়ে। ক্যাপশন এ অভিনেত্রী লিখেছেন, “জানি এটা আমার ছবি কিশমিশের গান” অর্থাৎ একটু ঘুরপথে ছবির প্রচার করেছেন অভিনেত্রী এই যা! সম্পর্ক ভাঙার মতো কোন বিষয় এখানে নেই।
View this post on Instagram
প্রসঙ্গত উল্লেখ্য টলিউডের পাশাপাশি বলিউডে অভিনয় করে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন দেবের প্রেমিকা রুক্মিণী। সনক সিনেমাতে বিদ্যুৎ জামওয়ালের বিপরীতে অভিনয় করে সকলকে রীতিমতো চমকে দিয়েছেন তিনি। আবার শোনা যাচ্ছে নেটফ্লিক্সের ‘মাই সিজন ২’তেও অভিনেত্রীকে নায়িকা হিসেবে দেখা যাবে। যদিও এই গুঞ্জন সত্য কি মিথ্যা তা জানা নেই। কারণ নেটফ্লিক্সের এই সিজনে অভিনয় করা নিয়ে অভিনেত্রী কোন রকম মন্তব্য করেননি।