বিনোদন

দেব, ঋতুপর্ণা ছাড়া এসএসকেএম হাসপাতালকেও এইবার বঙ্গভূষণ দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে! আর কে কে আছেন বঙ্গ ভূষণ প্রাপকের তালিকায়?

বঙ্গভূষণ সম্মান প্রতিবার কে কে পাবেন তা নিয়ে জনসাধারণের মধ্যে একটি উন্মাদনা স্বাভাবিকভাবেই থাকে। এইবার এই বঙ্গ ভূষণ সম্মান পেতে চলেছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা দেব। আগামী সোমবার বিকেল চারটায় নজরুল মঞ্চে রাজ্য সরকারের তরফ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানেই দেবকে সম্মানিত করা হবে। অভিনেতা সংসদ দেবের পাশাপাশি চলচ্চিত্র জগতের অনেক বিশিষ্টজনকেই সম্মাননা জ্ঞাপন করা হবে।

ইতিমধ্যেই সম্মাননা জ্ঞাপন করবার জন্য রাজ্য সরকারের তরফ থেকে দেবের কাছে চিঠি গেছে। সেই চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে লেখা হয়েছে যে,“ বাংলা চলচ্চিত্রে আপনি একজন যশস্বী অভিনেতা‌। আপনার অসামান্য অভিনয় ক্ষমতা বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে। চলচ্চিত্র শিল্পে আপনার অবদান প্রশ্নাতীত। আপনার গৌরবে আমরা গৌরবান্বিত। বাংলা চলচ্চিত্রে আপনার সামগ্রিক অবদানের স্বীকৃতি স্বরূপ আগামী ২৫শে জুলাই ২০২২ সোমবার বিকেল চারটেয় কলকাতা নজরুল মঞ্চে পশ্চিমবঙ্গ সরকার আপনাকে বঙ্গভূষণ সম্মান প্রদান করতে আগ্রহী। আপনার সানুগ্রহ সম্মতি প্রত্যাশা করি।”

তবে শুধু দেব নন এর পাশাপাশি ঋতুপর্ণা সেনগুপ্ত কেও এই সম্মান প্রদান করা হবে। এছাড়া এই তালিকায় রয়েছেন তবলা বাদক অনিন্দ্য চট্টোপাধ্যায়, শরদ বাদক দেবজ্যোতি বসু, জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল ও কৌশিকী চক্রবর্তী। এছাড়া বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেন, কৌশিক বসু ও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এই সম্মান প্রাপকের তালিকায় রয়েছেন। চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকেও রাজ্য সরকারের থেকে তরফ থেকে বঙ্গবিভূষণ দেওয়া হবে। এছাড়া কলকাতার তিনটি বড় ফুটবল ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান ক্লাব কেও এই সম্মাননা প্রদান করা হবে।

Related Articles

Back to top button