বিনোদন

‘ভাবলাম বিজেপিতে যোগ দিলেন’! মোদীর কেন্দ্রে TMC সাংসদ দেব, কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে ছবি শেয়ার করতেই দেবকে কটাক্ষ নেটিজেনের

টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব। অন্য অনেক অভিনেতাদের থেকে এখন অনেক ভার্সেটাইল কাজ করছেন অভিনেতা। তবে অভিনয়ের সাথে সমান দক্ষতায় চালিয়ে যাচ্ছেন রাজনীতিও। কেন্দ্রের লোকসভায় অর্থাৎ নরেন্দ্র মোদির লোকসভায় বিপক্ষীয় দল তৃণমূলের সংসদ দেব। এবার অভিনেতা গেলেন কেন্দ্রশাসিত অঞ্চল বেনারসে। দর্শন করলেন মহাদেবের। তবে কি শুধুই মহাদেব দর্শন নাকি ছিল অন্য কোন উদ্দেশ্য?

যদিও অভিনেতার বিশ্বনাথ দর্শনে রাজনীতির ছোঁয়া মাত্র দেখা যায়নি। অভিনেতা নিজের টুইটার একাউন্ট থেকে যে সমস্ত ছবি পোস্ট করেছেন তা দেখে এ কথা স্পষ্ট। আসল কথাটা হলো, এতদিনে আমরা সকলেই জানি বর্ষিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর সাথে নতুন সিনেমা “প্রজাপতি”র কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এমনকি তার প্রথম শিডিউল এর কাজ ও কলকাতাতে হয়ে গিয়েছে। এবার দ্বিতীয় শিডিউলের কাজ করতে “প্রজাপতি” চলে এসেছে বেনারসে।

এখানে এসে গতকাল গঙ্গার পাড়ে বসে, কাজের ফাঁকে ছবি তুলেছেন অভিনেতা। আবার ওই ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাগ করে নিয়েছেন সকলের সাথে। ছবিতে দেখা যাচ্ছে গঙ্গার পারে একটি চেয়ারে বসে আছেন তিনি। তাকিয়ে রয়েছেন সুদূর গঙ্গায়। সাদা পাজামা পাঞ্জাবিতে রয়েছে অভিনেতা এবং ছবিটি তোলা হয়েছে পিছন থেকে। কর্মব্যস্ততার মাঝে ফাঁক পেলেই এ ধরনের ছবি তুলে থাকেন তিনি।

সম্প্রতি কাশী বিশ্বনাথ করিডোর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর কাশি বিশ্বনাতে গিয়ে দর্শন হবে না মহাদেবের! এমন তো হতে দেওয়া যায় না। তাই সাত সকালে কাশি বিশ্বনাথ করিডরের ওপর দিয়ে গিয়েই শিব দর্শন সারলেন অভিনেতা। মাথায় তিলক কাটলেন আর সেই ছবি শেয়ার করে নিলেন সোশ্যাল মিডিয়ায়। ছবি শেয়ার করে ক্যাপশন লিখলেন, “হর হর মহাদেব”। এ বিষয়ে জেনে রাখা ভালো বহুদিন পর “প্রজাপতি”তে দেখা যাবে দেব মিঠুন এবং মিঠুন মমতা শংকরকে। “মৃগয়া” ছবির মাধ্যমে মিঠুনের কাজ শুরু হয়। সেই ছবিতে মহাগুরুর বিপরীতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তারপর আর তাদের দেখা যায়নি একসাথে কোনো কাজ করতে। এত বছর পর আবার একসাথে দুটি বাঁধতে চলেছে দুই বর্ষিয়ান অভিনেতা ও অভিনেত্রী।

Related Articles

Back to top button