বিনোদন

‘সরকার-পুলিস কেউ দায়ী নয়, কেকের মৃত্যু নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করা হচ্ছে’, বিস্ফোরক মন্তব্য তারকা সংসদ দেবের

কলকাতার নজরুল মঞ্চে গান গাইতে এসে প্রয়াত হয়েছেন বলিউডের গায়ক কে কে। এরপর তার মৃত্যুর জন্য একবার নজরুল মঞ্চের গাফিলতির দিকে আঙ্গুল তোলা হচ্ছে, তো একবার কলকাতা শহরের পরিষেবার দিকে আঙ্গুল তোলা হচ্ছে। এইবার এই সমস্ত কিছু নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ তথা টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব। বলিউড গায়ক কেকের মৃত্যু নিয়ে যা শুরু হয়েছে তা বাড়াবাড়ি বলে দাবি করলেন তিনি। কলকাতায় অনুষ্ঠান করতে এসে প্রয়াত হয়েছেন বলে, কলেজ বা অনুষ্ঠানের আয়োজকদের কিংবা পুলিশকে দোষ দেওয়া উচিত নয় বলে মনে করেন দেব।

আরও পড়ুন: মাত্র ১৯১ টাকা দিয়ে বাড়ির মিটারের পাশে লাগান এই ছোট্ট মেশিনটি, অর্ধেক হয়ে যাবে বিদ্যুতের বিল, আপনিও নিজের বাড়ির বিদ্যুৎ বিল বাঁচাতে পারবেন

সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে এসেছিলেন দেব। সেখানে কেকের মৃত্যু নিয়ে একটি দাবি করেন তিনি। তারকা সংসদের যুক্তি ছিল, গ্রামেগঞ্জে সিনেমার মিউজিক লঞ্চ করতে হলে কাতারে কাতারে প্রচুর লোক আসে তার ক্ষেত্রেও বহুবার এরকম ঘটনা ঘটেছে তিনিও ভয় পেয়েছেন তবে দেব মনে করেন এগুলো শিল্পীর প্রতি ভালোবাসার প্রকাশ প্রিয় শিল্পীকে সামনে থেকে দেখার তাকে ছোঁয়ার জন্য এত মানুষের ভিড় হয়।

তা বলে সবকিছুতেই সরকারের দোষ দেওয়াতে আপত্তি দেবের। এই প্রসঙ্গে দেব বলেন যে, পুলিশ কি সারাক্ষণ গিয়ে গিয়ে দেখে আসবে যে কোথায় কত লোক এসেছে? সেই যুক্তিতে তো সমস্ত রাজনৈতিক সভা মিছিল ও বন্ধ করে দিতে হবে।

আরও পড়ুন: লাখ বা কোটি নয়, মাত্র কয়েক হাজার পারিশ্রমিক নিয়েছেন ‘পঞ্চায়েত ২’স্টার জিতেন্দ্র কুমার

তারকা সংসদ আরো বলেন যে, করোনার সময় এক জায়গায় অনেক মানুষের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তবুও অনেক রাজনৈতিক মিটিং মিছিল হয়েছে। যদি কেকের ঘটনা টা ভুল হয়ে থাকে তবে আগের গুলো‌ও ভুল। ‌ একটা ঘটনা নিয়ে মাতামাতি না করে বরং সব ঘটনা নিয়েই সুর চড়ানো উচিত আর যদি আগের ঘটনাগুলো ঠিক হয় তবে কেকের মৃত্যু নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য নজরুল মঞ্চের দর্শক আসনসংখ্যা যেখানে ২৫০০ সেখানে এইদিন মানুষ এসেছিল ৭০০০। অন্যদিকে ফেস্টের আয়োজক কলেজের ইউনিয়ন টিএমসিপি ইউনিট দাবি করে যে যতগুলি আসন সংখ্যা তত গুলি টিকিট তারা বিলি করেছিল তারা। যদিও সংবাদমাধ্যমের হাতে অতিরিক্ত কিছু টিকিট এসে পড়েছে, তার মধ্যে একটি টিকিটের নাম্বার আবার ৪০২৩। এমনকি সেই টিকিটে কলেজের স্ট্যাম্প পর্যন্ত রয়েছে। অতিরিক্ত টিকিটের প্রমাণ দেখেও কলেজ ইউনিয়ন কোন কিছুই বলেনি। অতিরিক্ত টিকিট বিক্রি করা ছাড়াও এদিন অনেক বাইরের পড়ুয়ারাও পাঁচিল টপকে শো দেখতে ঢুকে পড়েছিলো বলে জানা যায়।

Related Articles

Back to top button