সুপারস্টার দেবের কোটি কোটি টাকার ‘বাড়িতেই বিচ’! চমৎকার তার বিলাসবহুল আবাসন, তার সেই বাড়ি দেখলে যে কেউ ঈর্ষান্বিত হবেন

বিভিন্ন সময় বিভিন্ন অভিনেতা – অভিনেত্রী তাদের পরিবারের সাথে প্রিয় মুহূর্তের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন। সম্প্রতি টলিউডের মহানায়ক পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় অভিনেতা দেব ও তার পরিবারের সাথে বাড়িতে কাটানো কিছু সুন্দর সময় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন। বিলাসবহুল আবাসনের মধ্যেই তার সেই বিশাল বিচে সময় কাটিয়েছেন দেব। তারকাদের এইরূপ ছবি দেখতে দর্শকেরা যে বেশ পছন্দ করেন তা তাদের সোশ্যাল মিডিয়া প্রতিক্রিয়া দেখেই স্পষ্ট।
সম্প্রতি অভিনেতা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পরিবারের সঙ্গে কাটানো কিছু সুন্দর ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে দেব নিজে পুলে নেমেছেন এবং তার পোষ্যটি তার দিকে ঘুরে রয়েছে। এবং সেই পুলের ধারেই বসে আছেন তার মা বাবা। পিছন দিক থেকে ঠিক যেন নীল আকাশ এসে মিশেছে পুলের নীল জলে। এরূপ ছবি শেয়ার করে অভিনেতা নিজেই লিখেছেন, “বাড়িতেই বিচে সময় কাটানোর প্রস্তুতি”।
এরই সাথে আরো একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা। সেই দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে দেব অর্ধেক রয়েছেন জলের ভেতর। আর তার সারমেয়টিকে তিনি আদর করছেন। এমন ছবিতে তার অনুরাগীরা একেবারে আপ্লুত। সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশনে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা।
View this post on Instagram
প্রসঙ্গত দেব শুধু একজন জনপ্রিয় অভিনেতাই নয়, অভিনয়ের পাশাপাশি করছেন প্রযোজনাও। সাফল্য পেয়েছেন নিজের সামর্থে। বর্তমানে তিনি “প্রজাপতি” র শুটে ব্যস্ত আছেন মিঠুন চক্রবর্তীর সাথে। আবার তিনি রাজনীতির সাথেও প্রত্যক্ষভাবে জড়িয়ে আছেন। এত হাজারো ব্যস্ততার মধ্যেও পরিবারকে সময় দিতে ভোলেননি অভিনেতা।