স্বামীর প্রাণ ফেরাতে তিরুপতি বালাজির মন্দিরে চুল কেটে দান করলেন বলিউড অভিনেত্রী দীপ্তি! মাথা ন্যাড়া সেই ছবি প্রকাশ করতেই নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ!

স্ত্রীকে শুদ্ধ ভাষায় বলে অর্ধাঙ্গিনী। স্বামীকে বলা হয় অর্ধাঙ্গ। দুজনে মিলে পরিপূর্ণতা লাভ করে একটি মানুষে পরিণত হয় বিবাহের পর, এরপর থেকে একে অন্যের মঙ্গল কামনা এবং একে অন্যের ভালো-মন্দের দিকে খেয়াল রাখে। তবে বেশিরভাগ ক্ষেত্রে স্ত্রীদেরকেই দেখা যায় স্বামীদের জন্য ত্যাগ স্বীকার করতে আর এই কারণেই হয়তো বলা হয় সতীর পূণ্যে পতির পূণ্য। যদিও আজকাল নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, একজন স্ত্রী ও চাইছেন তার জন্য তার স্বামী ত্যাগ করুক, স্বামী ও তার ভালোবাসার পরীক্ষা দিক তবু আজও সমাজে পতিব্রতা, সতী এই শব্দগুলো মেয়েদের জন্য যেভাবে প্রচলিত আছে তাতে বোঝাই যায় যে সমাজ আজও মেয়েদের স্বামীর মঙ্গল কামনায় সর্বস্ব উজাড় করে দিতে পছন্দ করে। এরকমটাই করলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপ্তি ধ্যানী। স্বামীর মঙ্গল কামনার জন্য স্ত্রীরা উপোস করেন ব্রত রাখেন, তিনি করেছিলেন এক কঠিন মানত। সেই মানত পূরণও করলেন স্বামী সুস্থ হওয়ার পর।
তিনি মানত করেছিলেন স্বামী সুস্থ হলে তিরুপতি বালাজির মন্দিরে নিজের সব চুল দান করবেন, সেই মানত মেনে নিজের সমস্ত চুল দান করলেন অভিনেত্রী। তিরুপতি বালাজির মন্দিরে নিজের সমস্ত চুল দান করার পর সম্পূর্ণ নাড়া মাথার ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন অভিনেত্রী। যে ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হলো ঝড়ের গতিতে, নেটিজেনরা ধন্য ধন্য করছেন তাকে দেখে। সকলেই তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাচ্ছেন।
আর দীপ্তির স্বামী সুরজ নিজেকে খুবই ভাগ্যবান একজন বলে মনে করেন কারণ তার অসুস্থতার সময় তার স্ত্রী সারাক্ষণ মন্দিরেই পড়ে থাকতেন এরপর তিনি সুস্থ হলে তার স্ত্রী মানত রক্ষা করতে চুল দান করেন। একজন অভিনেত্রীর কাছের চুল অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও দীপ্তির কাছে তার থেকেও অতিরিক্ত গুরুত্ব পেয়েছে তার স্বামী। তাই সেই স্বামী যে নিজেকে ভাগ্যবান বলে মনে করবেন সে কথা বলাই বাহুল্য। ঠিক কী হয়েছিলো সুরজের?
গতবছর করোনাতে আক্রান্ত হয়ে বেশ খারাপ অবস্থা হয়েছিল দীপ্তির স্বামী সুরজের। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এতটাই খারাপ অবস্থা হয়েছিল যে সুরজকে আই সি ইউ তে ভর্তি করাতে হয়েছিল। স্বামীর সংকটজনক অবস্থা দেখে মনে মনে এই কঠিন মানত করে বসেন অভিনেত্রী। কাউকে না জানিয়ে তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন যে তার স্বামী যদি সুস্থ হয়ে ফেরেন, তবে তিনি চুল দান করবেন। এরপর ঘটে মিরাক্কেল। অভিনেত্রীর স্বামী সুরজ ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেন, তিনি চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন। স্বামীকে সুস্থ হতে দেখে নিজের মানত পূরণ করেন অভিনেত্রী। এরপর সেই ছবি আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়।
ছবি আপলোড করে দীপ্তি লেখেন যে, বালাজির কাছে তিনি মানত করেছিলেন, করোনার সময় স্বামীর প্রাণভিক্ষা চেয়ে ছিলেন। তাই এখন সুরজ সুস্থ হতেই তিনি চুলদান করে দিয়েছেন। চুল মোড়ানো অবস্থায় তার ছবি দেখে সকলেই তার প্রশংসা করছেন।