পার্থ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় কত টাকা পারিশ্রমিক নিতেন প্রতি ছবিতে? এবার মুখ খুললেন বনি সেনগুপ্তের বাবা অনুপ সেনগুপ্ত

গত কয়েক মাস ধরেই রাজ্যের খবরের পাতার শিরোনামে আছে পার্থ অর্পিতা। তার বাড়ির থেকে পাওয়া গেছে কোটি কোটি টাকা। শনিবার অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে ইডি উদ্ধার করেছে থেকে ২২ কোটি টাকা। তারপরের মঙ্গলবার অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে পাওয়া যায় ২৯ কোটি টাকা। এছাড়াও পাওয়া যায় প্রচুর বিদেশী মুদ্রা, প্রচুর সোনা এমনকি সোনার কলম, মূর্তি এবং দুটি সেক্স টয়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা এত টাকার মালিক হলেন কিভাবে? কত টাকা পারিশ্রমিক পেতে তিনি? একটি বিশিষ্ট সংবাদ মাধ্যমকে এই প্রশ্নের উত্তর দিলেন পরিচালক অনুপ সেনগুপ্ত।
পরিচালক অনুপ সেনগুপ্ত জানান, “সত্যি বলতে কখনও ওকে সেভাবে দেখিনি। এমনকী টাকা পয়সা নিয়ে কখনও জোরাজুরি করতে দেখনি। লোভ ছিল না। এখন খবর দেখে আমি চমক যাচ্ছি আমার সত্যি বলতে খারাপও লাগছে।”
পরিচালক আরো বলেন, “অভিনেত্রী হিসেবে আলাদা করে কী বলবে খুব যে ভালো তা নয় খুব খারাপ নয় মোটামুটি আর কি, তবে কথা শুনত মেয়েটা। অনেক বকাবকি করেছি কখনও পালটা জবাব দেয়নি। ও বেলঘরিয়া থাকত জানতাম না বলত বরাণগেরর দিকে থাকে। তবে ও খুব তাড়াতাড়ি কথা বলত। সেটা অবশ্য শিখিয়ে পড়িয়ে নিলে শুনত। তিনটি ছবি করেছিলাম শেষ ছবিটা ছিল ২০১২ সালে তারপর তো যোগাযোগ কমে যায়। মাঝে একাবার ফোন করেছিল কোন কাজ আছে কি না জানতে চেয়ে। কিন্তু ইন্ডাস্ট্রিতে না থাকলে যা হয় আউট অফ সাইট আউট অফ মাইন্ড।”
প্রসঙ্গত কয়েকটি ছবির জন্য অর্পিতার কত পারিশ্রমিক ছিল তা জানা গিয়েছে। পরিচালক জানান, “মামা ভাগ্নে” ছবিতে অর্পিতা মুখোপাধ্যায়ের পারিশ্রমিক ছিল ১৫ হাজার টাকা। “বাংলা বাঁচাও” ছবিতে অর্পিতা পান ১৫ থেকে ২০ হাজার টাকা। “রাজনন্দিনী” ছবির জন্য পান ২০ হাজার টাকা। রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে “প্রতিদ্বন্দ্বী” ছবিতে ক্যামিও রোলে অভিনয়ে করার জন্য অভিনেত্রী অর্পিতা পান ১০ হাজার টাকা। এরপরে এমন প্রশ্ন থেকেই যায় যে অভিনেত্রীর এত সম্পত্তি কিভাবে?