বিনোদন

ভালো নেই চারুলতা! আচমকাই অসুস্থ হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

সত্যজিৎ রায়ের ‘চারুলতা’ এখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার সকালে হঠাৎ করেই অসুস্থতা বোধ করেন চারুলতা খ্যাত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। এরপর তাকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই আপাতত তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছেন তিনি।

আরও পড়ুন: পূর্ব বর্ধমানের মেয়ে সায়নী ভয়ঙ্কর সব বাধা পেরিয়ে বিশ্বের কাছে ভারতের মুখ উজ্জ্বল করলো

বাইশে শ্রাবণ, সুবর্ণরেখা, মহানগর, শঙ্খবেলা, কাপুরুষ, ছদ্মবেশী- এর মত অসংখ্য কালজয়ী ছবির নায়িকা মাধবীর অভিনয় জীবনের হাতে খড়ি হয়েছিলো প্রথম থিয়েটারের মধ্য দিয়ে। মা লীলা দেবীর সাথে করে থিয়েটার জগতে প্রথম পা রেখেছিলেন তিনি এরপর সেখানেই প্রথম শিশির ভাদুড়ীর সাথে কাজ করেন ছোট্ট মাধবী এরপর‌ ১৯৫৬ সালে তপন সিংহের ‘টনসিল’ ছবিতে প্রথম মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। পরবর্তীতে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের মতো বিখ্যাত পরিচালকের ছবিতে কাজ করে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন বর্ষীয়ান এই অভিনেত্রী। বর্তমানে তার বয়স ৮০ বছর। তবে এখনো চলচ্চিত্র উৎসবের নাম শুনলে তিনি ঘরে বসে থাকতে পারেন না, তাই তো গত সোমবার‌ও ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনাতেও অংশ নিয়েছিলেন তিনি। এই দিন শুক্রবার সকালে হঠাৎই অসুস্থতা বোধ করায় চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। সেই পরামর্শ মেনেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বেশ কয়েকদিন ধরেই রক্তাল্পতার সমস্যায় ভুগছিলেন মাধবী। চিকিৎসকরা এই প্রসঙ্গে বলেছিলেন, তার রক্তে শর্করার মাত্রা নিয়ে একটু সমস্যা রয়েছে এছাড়াও আরো কিছু শারীরিক জটিলতা আছে তার। মাধবী মুখোপাধ্যায়ের মেয়ে মিমি ভট্টাচার্যকে মায়ের অসুস্থতার বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “কোভিদের জন্য এতদিন মাকে হাসপাতালে এনে ঠিকমতো পরীক্ষা করানো যায়নি। কিন্তু হঠাৎ করে সুগার বেড়ে যাওয়ায় চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।” মা তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক এই প্রার্থনাই এখন করছেন মিমি।

আরও পড়ুন: দ্বিতীয় বিয়ের জন্য কি ভাবনা চিন্তা করছেন করিশ্মা কপূর? জল্পনা উস্কে দিলেন অভিনেত্রী স্বয়ং

বর্তমানে মাধবী মুখোপাধ্যায় মেডিসিন বিভাগের চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন তবে হঠাৎ করে কেন আচমকা তিনি অসুস্থ বোধ করলেন এবং দুর্বলতা অনুভব করলেন তা এখনও জানা যায়নি। এটি জানতে আরও কতগুলি পরীক্ষার প্রয়োজন আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা এবং সেই সকল পরীক্ষাগুলি এখন করানো হচ্ছে বলেও জানিয়েছেন তারা। পরীক্ষার রিপোর্ট দেওয়ার পরেই চিকিৎসা পদ্ধতি নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন। প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার অভিনেত্রীর অসুস্থতার খবর শুনে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তার সাথে দেখা করতে যান।

Related Articles

Back to top button