বিনোদন

প্রিয়মানুষ কে হারালেন হৃত্বিক রোশন! রোশন পরিবারে নেমে এলো শোকের ছায়া

হৃত্বিক রোশন এর পরিবারে নেমে এলো শোকের ছায়া। ৯১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন হৃত্বিকের দিদিমা পদ্মারানি ওমপ্রকাশ। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বেশ কয়েকবছর। অবশেষে গত ১৬ই জুন তার হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দেয় এবং পরলোক গমন করেন তিনি। হৃত্বিকের দিদা ছিলেন ইন্ডাস্ট্রির বিখ্যাত পরিচালক জে ওম প্রকাশের স্ত্রী। পদমারানি দেবীর মৃত্যুর খবরে সিলমোহর দেন তার জামাই এবং হৃত্বিক রোশনের বাবা রাকেশ রোশন। সংবাদমাধ্যমে রাকেশ রোশন জানান ‘দুর্ভাগ্যবশত এই খবর সত্যি। ওম শান্তি’। এই খবর রোশন পরিবারে এখন শোকের ছায়া।

হৃত্বিক রোশনের মা পিঙ্কি রোশন নিজের মায়ের অসুস্থতার কারণেই তার কাছে ছিলেন বেশ কয়েক বছর। কিন্তু শেষ রক্ষা হলো না। মেয়ে পিঙ্কি রোশন ইনস্টাগ্রাম একটি পোস্টে তার দুঃখ প্রকাশ করে। পিঙ্কি তার প্রয়াত মায়ের একটি ছবি শেয়ার করে শোকবার্তা জানিয়েছেন। এর আগে হৃতিকের দাদু, জে ওম প্রকাশ, ৭ই আগস্ট, ২০১৯-এ মারা যান, যখন তার বয়স ছিল ৯৩ বছর।

হৃতিক রোশন কে শেষবার ২০১৯ সালে অ্যাকশন ছবি ‘ওয়ার’-এ দেখা গিয়েছিল। এরপর আবার ‘বিক্রম ভেদা’ দিয়ে বড় পর্দায় ফিরছেন হৃত্বিক। এই ছবিতে তার সাথে অভিনয় করেছেন সাইফ আলী খান এবং রাধিকা আপ্তে। পুষ্কর এবং গায়ত্রী পরিচালিত চলচ্চিত্রটি আবুধাবি, লখনউ এবং মুম্বাইতে শুটিং করা হচ্ছে। ফিল্মটি ভারতীয় লোককথা ‘বিক্রম অর বেতাল’-এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আগামী ৩০শে সেপ্টেম্বর হলে মুক্তি পাবে এই ছবি।

Related Articles

Back to top button