বিনোদন

সুপারস্টার হয়েও নেই কোনো অহংকার! অনুরাগীর পায়ে হাত দিয়ে প্রণাম করে প্রশংসা কুড়ালেন বলিউডের “গ্রিক গড” হৃত্বিক রোশন! প্রণাম করার পাশাপাশি জানালেন “বিক্রম বেধা” বয়কট না করার আর্জি

হৃত্বিক রোশন, অনুরাগীদের কাছে বেশিরভাগটাই পরিচিত “গ্রিক গড” নামে। বলিউডের এই জনপ্রিয় অভিনেতা খুবই উগ্র মেজাজি বলেই জানা যায়। এমনকি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কথা উঠলেও তিনি কাউকে ছেড়ে কথা বলেন না। কিন্তু সম্প্রতি ব্রেক গডের এই আচরণ মন করেছে দর্শকের। এক অনুষ্ঠানে গিয়ে অনুরাগের পা ছুয়ে প্রণাম করায় মন কেড়েছেন দর্শকের।

সম্প্রতি একটি ফিটনেস অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বলিউডের হৃতিক। তাঁর নিজস্ব ফিটনেস ব্র্যান্ডও এই অনুষ্ঠানের সহ উদ্যোক্তা ছিল। এই দিন দর্শকদের সঙ্গে কথাবার্তাও বলেন তিনি। অনুরাগীদের সাথে বলার পাশাপাশি পুরস্কার বিতরণীতেও অংশ নেন তিনি।

পুরস্কার বিতরণীর সময়েই ঘটে সেই ঘটনা। এক অনুরাগী পুরস্কার নিতে এসে তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। সবাইকে চমকে দিয়ে হৃতিক নিজেও তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। হৃতিকের এই আচরণের সোশ্যাল মিডিয়াতেও প্রশংসা ঝড় তুলেছেন নেটিজেনরা।

এই ভিডিওর কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘কিংবদন্তি এই জন্যই বলা হয় হৃতিককে’। আরেকজন লিখেছেন, ‘হৃতিক সবথেকে ভদ্র আর নম্র সুপারস্টার’। এমনকি অনেকেই অভিনেতাকে বলিউডের বয়কট থেকে সরিয়ে রাখার কথা বলছেন। অভিনেতার ছবি “বিক্রম বেধা ” যাতে কেউ বয়কট না করেন, তার জন্যও অনুরোধ জানিয়েছেন অনেকে।

কিছুদিন আগে আমির খানের ‘লাল সিং চাড্ডা’র প্রশংসা করেন হৃতিক। সেই জন্য তাঁকে বয়কটের ডাক দিয়েছিলেন ক্ষুব্ধ নেটনাগরিকরা। লাল সিং চাড্ডার প্রশংসা করে হৃতিক টুইটে লেখেন, ‘লাল সিং চাড্ডা দেখলাম। ছবিটার অন্তর পর্যন্ত অনুভব করতে পেরেছি। ভাল খারাপ দূরে সরিয়ে বলতে চাই, ছবিটা অসাধারণ! এই রত্নটা মিস করবেন না কেউ! যান! এখুনি যান। দেখে আসুন। এটা সুন্দর, খুব সুন্দর।’

যদিও অভিনেতার টুইটারে ক্ষুদ্র জনগণরা পালটা টুইটে প্রশ্ন করেছেন, ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ এর সময়ে তো মুখ বন্ধ করে ছিলেন। এখন মুখ খুলেছেন কেন? আরেকজন লিখেছেন, হৃতিক যদি তাঁর তস‍্য জঘন‍্য ছবি ‘ম‍্যায় প্রেম কি দিওয়ানি হুঁ’ দেখার জন‍্য অনুরোধ করতেন তাহলেও দর্শকরা দেখত। কিন্তু লাল সিং নয়।”

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Related Articles

Back to top button