পর্দা থেকে সোশ্যাল মিডিয়া সবেতেই নিজের রূপের আগুন ছড়াচ্ছেন ঋতাভরী, বুকচেরা জ্যাকেটের উন্মুক্ত ক্লিভেজে হীরের গয়নায় যেন একেবারে উর্বশী অভিনেত্রী

টলিউডের প্রথম শ্রেণীর অভিনেত্রীদের মধ্যে ঋতাভরি চক্রবর্তী এক উজ্জ্বল মুখ। শুধু অভিনয় নয় ফ্যাশন স্টেটমেন্টেও বড় বড় অভিনেত্রীদের কাল ঘাম ঝরানো পাল্লা দিতে পারেন অভিনেত্রী। আবারো একবার সোশ্যাল মিডিয়ায় নিজের হট এন্ড বোল্ড লুক দিয়ে ঝড় তুলেছেন তিনি। জনপ্রিয় একটি হিন্দি গান “টিপ টিপ বরসা পানি” গানে বলিউড অভিনেত্রীদের পাল্লা দিচ্ছেন বঙ্গ তনয়া ঋতাভরী। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল তিনি। তার সেক্সি লুকের জন্য।
বলিউডের বিখ্যাত গান “টিপ টিপ বরসা পানি”। এই গানে পাতলা হলুদ শাড়িতে বৃষ্টির মধ্যে নেচে বড় পর্দায় আগুন ধরিয়েছিলেন রাবিনা টান্ডন। আবার তার পরে এই একই গানে অক্ষয় কুমারের সাথে নেচে ক্যাটরিনা ক্যাফ ও দর্শকদের মন পাগল করেছিলেন। তবে সেসব এখন অতীত। রবিনা ট্যান্ডন এর মত এত বড় মাপের অভিনেত্রীকে পাল্লা দিতে পারেন টলিউডের অভিনেত্রী ঋতাভরি। তার হট এন্ড সেক্সি লুক দিয়ে। রূপের আগুন যে দাবানলের মত ছড়াতে পারেন অভিনেত্রী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি রিল পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে টিপ টিপ বরসা পানি গানের তালে নাচ করছেন অভিনেত্রী। তার সেই শারীরিক ভঙ্গিমা মাতাল করতে পারে যে কোন মানুষকে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি কালো রঙের প্যান্ট আর জ্যাকেট করে রয়েছেন অভিনেত্রী। জ্যাকেটের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে তার সুগভীর বক্ষ ভাঁজ। যে হীরের গয়নায় জ্বলজ্বল করছে সুগঠিত বুক। তার ফাঁক দিয়ে লাল রংয়ের জামার কোন একটি অংশ দেখা গেছে। একটি সাদা গাড়ি র দরজার সামনে বসে একেবারে লাস্ট সময় অভিনেত্রী।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ার হতে মাত্র কিছুক্ষণ সময়ের মধ্যে ভাইরাল হয় নেট দুনিয়ায়। একে তো স্টাইল সেনসেশন ঋতাভরি। তার ওপর অভিনেত্রী এরূপ শারীরিক উন্মাদনা পাগল করেছে বহু দর্শকের মন। ভিডিওটির কমেন্ট সেকশনে লাল রঙের হৃদয় আর আগুনের ছবিতে ভরে গিয়েছে। দর্শকদের মধ্যে ঠিক কতটা নিজের শারীরিক উত্তেজনা ছড়াতে পেরেছেন অভিনেত্রী তা কমেন্ট সেকশন থেকেই স্পষ্ট।
View this post on Instagram