বিনোদন

‘ছি ছি মুখ ভর্তি ব্রণ কি অবস্থা করেছ নিজের!’ ব্রণ নিয়ে ট্রোলিংয়ের শিকার হওয়ার পর মুখ খুললেন ইমন, ‘কাউকে না জেনে তার বিষয় মন্তব্য করবেন না’!

‘তুমি যাকে ভালোবাসো’ প্রাক্তন সিনেমার এই গানটি গাওয়ার জন্য জাতীয় পুরস্কার লাভ করেছিলেন জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী। তারপর সঙ্গীতের জগতে তাকে আর ফিরে তাকাতে হয়নি। বর্তমানে সারেগামাপা তে মেন্টর হিসেবে দেখা যায় ইমনকে, আবার সদ্য বঙ্গ ভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন ইমন। জনপ্রিয় এই গায়িকার গান শুনে মুগ্ধ হয়ে যান সকলে কিন্তু তার মানে এই নয় যে তার জীবন কটাক্ষের বাইরে তাকেও বারংবার কটাক্ষ সহ্য করতে হয় সামান্য সামান্য বিষয় নিয়ে।

সম্প্রতি আবারও নিজের গালের ব্রণের কারণে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এবং বঙ্গভূষণ পুরস্কারপ্রাপ্ত শিল্পী ইমন চক্রবর্তীকে কটাক্ষের শিকার হতে হল। ইমনের পোস্ট করা ভিডিওতে আজকাল তার গান নিয়ে যত না বেশি চর্চা হয় তার থেকেও বেশি চর্চা হয় তার মুখ নিয়ে। মুখে ব্রণও রয়েছে তার তাই প্রায়ই এই নিয়ে তাকে কটাক্ষ করেন একাংশ। তাকে প্রায়‌ই শুনতে হয়, ‘ইশশ! ছি। একি হাল করেছে মুখের। তোমার ত্বক খুব বাজে দেখাচ্ছে তুমি ঠিক করে নিজের যত্ন নিচ্ছ না… তোমাকে কি বাজে লাগছে।’

এইসব কটাক্ষ শুনে কোনরকম উত্তর না দিয়ে প্রায় নিজেকে সামলে নেন ইমন কিন্তু আর পারলেন না এইবার অবশেষে বারংবার করা এই কটাক্ষের সামনে মুখ খুললেন তিনি। জানালেন তার মুখে হওয়া ব্রণের আসল কারণ কি একই সাথে তিনি এও বললেন যে কারোর প্রকৃত অবস্থান না জেনে তাকে কটাক্ষ করা উচিত নয়। ইমন জানান গত ১০ বছর ধরে পিসিওডিআর এন্টোমেট্রিওসিসের সমস্যা তে ভুগছেন শিল্পী। মেকআপ বিহীন একটি ছবি তুলে অভিনেত্রী বলেন,“ এটা হল সিস্টিক অ্যাকনে। এই অ্যাকনে ভীষণ যন্ত্রণাদায়ক। গত ১০ বছর ধরে পিসিওডির সমস্যায় ভুগছি। এটা হলে মুড সুইং, পেটে ব্যথা, তেলতেলে ত্বক এই সবগুলি তখন প্রিয় বন্ধু হয়ে যায়। এই মুহূর্তে সারা পৃথিবীতে ৯০% মহিলা এই সমস্যায় ভুগছেন। আমি জানি আমি বিনোদন জগতের সঙ্গে যুক্ত কিন্তু আমিও তো একজন মানুষ। আমি এগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছি। আমি জানি পারব। দয়া করে কাউকে না জেনে বিচার করবেন না। আমি আপনাদের ভালোবাসি কিন্তু আমি নিজেকেও ভালোবাসি। জয় জগন্নাথ।”

Related Articles

Back to top button