পুরুষের সাবেকি সাজে সেজে উঠেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, স্টাইল স্টেটমেন্ট এ অনবদ্য অভিনেত্রী! মুগ্ধ নেটপাড়া

স্বস্তিকা মুখার্জি প্রয়াত সন্তু মুখোপাধ্যায়ের কন্যা। টলিউডের বেশ জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা। বেশকিছু হিট ফিল্ম দিয়েছেন দর্শকদের। বিশাল বড় মাপের কোনো অভিনেত্রী না হলেও বর্তমানে বেশ চর্চায় থাকেন তিনি। সোশ্যাল মিডিয়াতে যে কোন বিষয়ে বক্তব্য কিংবা তার স্টাইল স্টেটমেন্ট সবেতেই একেবারে আগুন ধরিয়ে দেন অভিনেত্রী। এমনই তিনি আবারো কিছু ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখে সোশ্যাল মিডিয়ায় তাজ্জব বনে গিয়েছেন সকলে।
সম্প্রতি একেবারে অন্য বেশে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় অভিনেত্রীকে। তিনি একটি অ্যাওয়ার্ড শোতে গিয়েছিলেন সেখানেই হাজির হন একেবারে স্টাইলিং ডিভা হয়ে। সাবেকি সাজে সবাইকে স্তব্ধ করেছেন ডিভা। সাবেকি মানেই ধরে নেওয়া হয় “নারী হলে শাড়ি”। এবারে তেমনটা কিন্তু নয়। নারী সাজ সজ্জার সংজ্ঞা একেবারে অন্যরকমের মাত্রা নিয়েছে স্বস্তিকার সাজে।
সেই অ্যাওয়ার্ড শোতে অভিনেত্রী হাজির হয়েছিলেন কালো পাঞ্জাবি, সাদা ধুতি, পায়ে কোলাপুরি চটি আর সাথে ছিল আফগান জুয়েলারি। বিশাল হ্যাবক কিছু সাজেননি অভিনেত্রী। খুব অল্প মেকাপের মধ্যে দিয়েই সবার চোখ ধাধিয়ে দিয়েছেন তিনি। পুরুষ পোশাকে চমকপ্রদ তিনি। এই ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
এইদিন দেবী পুরস্কার পান অভিনেত্রী। পুরস্কার হাতে আর সাবেকি পুরুষের সাজে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, অন্তরের দেবী আর বাইরের ডিবার মেলবন্ধন। তবে স্বস্তিকার এই সাবেকি রূপে মজেছে নেট পাড়া। কমেন্ট সেকশন প্রশংসায় ভরে গিয়েছে এই ভাইরাল পোস্টটিতে।
প্রসঙ্গত স্বস্তিকা মুখার্জি একটি বাংলা টিভি সিরিজ “দেবদাসী” দিয়ে পর্দায় আত্মপ্রকাশ করেন। “হেমন্ত পাখি” র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। “মাস্তানে” তার প্রথম প্রধান ভূমিকা আসে। “মুম্বাই কাটিং” এর মাধ্যমে বলিউডে ডেবিউ করেন অভিনেত্রী। অভিনয় ছাড়াও স্টাইলিং এর ক্ষেত্রে ব্যাপক জনপ্রিয় অভিনেত্রী।
View this post on Instagram